সবকিছুর যেমন শুরু আছে তেমনই রয়েছে শেষ। আর তাই একটা ধারাবাহিক শুরু হলে, তার শেষ হবেই। শেষটাকেই মেনে নিতে পারিনা, খুবই কষ্ট হয়। কিন্তু সব তো চিরস্থায়ী নয়, মেনে নিতেই হয়। আর তাই স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক শেষের পথে। কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। এই সংবাদে যেমন অনুরাগীদের চোখে জল, তেমনই শেষ দিনের শ্যুটিংয়ে কলাকুশলীদেরও চোখে জল।
স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক হল ‘গোধূলি আলাপ’ (Godhuli Alap)। সামাজিক সমালোচনাকে উপেক্ষা করে এক অসমবয়সী প্রেমের বন্ধনে আবদ্ধ হয় জীবনের বাকিটা পথ এগিয়ে যাওয়ায় গোধূলি আলাপের কাহিনী। টিআরপি প্রতিযোগিতায় তেমন ভাবে দেখা না গেলেও অরিন্দম নোলকের প্রেমে মজেছিলেন অনুরাগীরা। ভালোবেসে দর্শকরা নাম দিয়েছিলেন অরিলোক।
ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সকলের প্রিয় অভিনেতা কৌশিক সেন এবং নবাগতা অভিনেত্রী সোমু সরকার (Somu Sarkar)। এটাই ছিল সোমু সরকারের প্রথম ধারাবাহিক। প্রথম কাজ শেষ হয়ে যাচ্ছে তাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন অভিনেত্রী। বেজায় মনখারাপ তাঁর। ধারাবাহিকের বয়স ১ বছর তিন মাস। এই বয়সেই শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। আগামি ৪ঠা জুন শেষবারের মতো উপস্থাপিত হবে।
মঙ্গলবার ছিল শেষ পর্বের শ্যুটিং। এই শেষ পর্বে বেজায় মনখারাপ নোলকের। তিনি জানান, ‘ প্রথম কাজ খারাপ তো লাগছেই। প্রথম কাজ বলেই সবার সাথে একাত্ম হয়ে গিয়েছিলাম। দিনের ১৪ ঘন্টা একসাথে কাটাতাম। খারাপ তো লাগারই কথা। কিন্তু শেষ তো হবেই, এটাই স্বাভাবিক’। শ্যুটিংয়ের শেষ দিনে কেঁদেই ফেললেন অভিনেত্রী। সকলেই সোমু সরকারকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না।
অভিনেত্রী এদিন কাঁদতে কাঁদতে সকলকেই ধন্যবাদ জানালেন।প্রযোজক রাজ চক্রবর্তী ধারাবাহিক প্রসঙ্গে বলেন, ‘ এতদিন অনেক ধারাবাহিকে কাজ করেছি, কিন্তু এই ধারাবাহিকটি আমার কাছে খুবই স্পেশ্যাল। প্রত্যেকদিন নিয়ম করে দেখতাম। সবার অভিনয় বেশ ভালো লাগত। গোধূলি আলাপ প্রায় দেড় বছর চলছে আর এগিয়ে নিয়ে গেলে আপনাদেরই আর ভালো লাগতনা।
আমাদের সকলের সিদ্ধান্তেই এটা শেষ হচ্ছে, আবার ভালো কিছু নিয়ে ফিরে আসব’। উল্লেখ্য, অভিনেত্রী সোমু সরকার ইন্ডাস্ট্রিতে একেবারেই আনকোরা। এটাই তাঁর প্রথম কাজ। কাজের সূত্রে থাকেন কলকাতায় , আর তাই শ্যুটিং শেষ হলেই প্রথমে তিনি যাবেন দক্ষিণ দিনাজপুরের বাড়িতে। এরপর সেখান থেকে সপরিবারে কোথাও ঘুরতে যাবেন।