মান-অভিমান শেষ, বিদায় বেলায় মিষ্টি মুহূর্ত উপহার দিলেন আদৃত-সৌমিতৃষা

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক হল মিঠাই (Mithai)। স্লট বদলে গেলেও টিআরপি (TRP) তালিকায় মিঠাই ধারাবাহিক ওঠা নামা করছে। কখনো পয়েন্ট বাড়ছে আবার কখনো

Saranna

soumitrisha kundu and adrit roy's sweet video viral on social media

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক হল মিঠাই (Mithai)। স্লট বদলে গেলেও টিআরপি (TRP) তালিকায় মিঠাই ধারাবাহিক ওঠা নামা করছে। কখনো পয়েন্ট বাড়ছে আবার কখনো পয়েন্ট কমছে। কিন্তু তা সত্ত্বেও মিঠাই এর টিম হাল ছাড়েননি। টিআরপি তালিকায় নিজেদের পয়েন্ট বাড়াতে এবং দর্শকমনে নিজেদের জায়গা দিতে বেশ পরিশ্রম করে চলেছে এই ধারাবাহিক। গত নভেম্বর মাস থেকেই শোনা যাচ্ছিল শেষ হয়ে যাবে মিঠাই।

কিন্তু শেষ হয়নি। তবে এবার বিদায়ের ঘন্টা বেজে গেছে। বুধবার ছিল অন্তিম দিনের শ্যুটিং। শেষবারের মতো ভারতলক্ষ্মী স্টুডিওতে উপস্থিত সকল ধারাবাহিকের কলাকুশলীরা। গত আড়াই বছর ধরে সকল দর্শকদের মণিকোঠায় পৌঁছে গেছে এই ধারাবাহিক। শুধু ধারাবাহিক নয় ধারাবাহিকের প্রত্যেকটি সদস্যরা দর্শকদের আপন হয়ে গিয়েছে। বিদায় বেলায় সকলেরই মন খারাপ। এই শেষ লগ্নে উপস্থিত ছিলেন ধারাবাহিক এবং কলাকুশলীদের অনুরাগীরা।

mithai duo is the best in over india

অনুরাগীরাও শেষবারের মতো পৌঁছে গিয়েছিলেন সেটে ফ্রেম বন্দী করতে। নেট মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে নানান ভিডিও, নানান ছবি। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে মিঠাই ধারাবাহিকের কলাকুশলীদেরও নানান ধরণের স্মৃতিবিজড়িত পোস্ট। এই সব ভিডিওর মাঝে দেখা গেল ‘সিধাই’ জুটির মিষ্টি ভিডিও। সৌমিতৃষা কুন্ডুর (Soumitrisha Kundu) পরনে রয়েছে গোলাপি রঙের শাড়ি। হাতে উপহারের বাক্স নিয়ে শ্যুটিং ফ্লোরে ঢুকছেন। আদৃত রায় (Adrit Roy) দাঁড়িয়ে দেখছে।

সৌমিতৃষা আদৃতকে ‘ভালো আছিস?’ আদৃত জানায়, ‘আরে একদম পাক্কা’। আরও একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, সৌমিতৃষা গিয়ে আদৃতকে জড়িয়ে ধরে এবং দুজনে একসাথে কাছাকাছি দাঁড়িয়ে ছবি তোলে। এমনকি দেখা গেছে কেক কেটে সেলিব্রেশনও হয়েছে। আর কেক কেটেই আদৃত আগেই সৌমিতৃষাকে খাওয়ায়। এরকম একটা মিষ্টি ভিডিও দেখে আপ্লুত দর্শকরা। এই ভিডিও দেখে অনুরাগীরা বলছেন, ‘ সব শেষে যে এত সুন্দর একটা সারপ্রাইজ পাব ভাবিনি। এসব দেখে কান্না আর আটকে রাখতে পারিনি।

তোমরা সবাই খুব ভালো থেকো এটাই প্রার্থনা করি। আবার যেন তোমাদের একসাথে দেখতে পারি’। সৌমিতৃষা আর আদৃতকে নিয়ে চর্চার কোনো শেষ নেই। কৌশাম্বী-সৌমিতৃষা-আদৃতকে নিয়ে চর্চার শেষ ছিলনা। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে সৌমিতৃষা নিজেদের সম্পর্ক নিয়ে জানিয়েছিলেন, ‘চর্চার শেষ নেই, যত চর্চা হবে ততই ভালো। আমার জন্য এবং আদৃতের জন্য। আমরা যেমন ভালো বন্ধু ছিলাম আছি আর থাকব’। আর এই বিদায় বেলায় সেই মুহুর্তটাই ধরা পড়ল।

Related Post