‘মেয়েবেলা’র অন্তিম শুটিংয়ে একসাথে নাচল ‘মৌঝর’ জুটি, ভিডিও দেখে চোখে জল দর্শকদের

Meyebela Last Shooting: অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, শীঘ্রই শেষ হয়ে যাবে ‘মেয়েবেলা’ (Meyebela) ধারাবাহিক। কিন্তু অনুরাগীরা বিশ্বাস করতে পারছিলেন না। কারণ সবেমাত্র শুরু হয়েছে

Saranna

star jalsha meyebela shooting ends with moujhor tears in eyes

Meyebela Last Shooting: অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, শীঘ্রই শেষ হয়ে যাবে ‘মেয়েবেলা’ (Meyebela) ধারাবাহিক। কিন্তু অনুরাগীরা বিশ্বাস করতে পারছিলেন না। কারণ সবেমাত্র শুরু হয়েছে যে ধারাবাহিক, সেই ধারাবাহিক কি করে এখনই শেষ হয়ে যাবে। কিন্তু কি আর করা যাবে সব শুরুরই তো শেষ। আছে। অকাল নিয়মে শেষ হয়ে গেল মেয়েবেলা ধারাবাহিকের শেষ শ্যুটিং। 

মাত্র পাঁচ মাসেই শেষ হল মেয়েবেলা ধারাবাহিকের পথচলা। শ্যুটিং পর্ব শেষ হয়ে গেছে, কিন্তু সম্প্রচার শেষ হয়নি। আগামী ২৩ শে জুন শেষ হবে মেয়েবেলার শেষ সম্প্রচার। সকলেরই মন ভারাক্রান্ত। তবে মনের কোণে দুঃখ চেপে রেখে ‘মেয়েবেলা’র ব়্যাপ আপ পার্টিতে জমিয়ে হুল্লোড় করল মেয়েবেলার টিম। 

in meyebela serial mou dodo's relationship is turning a new way

যদিও সেখানে দেখা মেলেনি বীথিকা মিত্র’ অর্থাৎ অনুশ্রী দাসের। মৌ-এর মাসির মেয়ে পিউ অর্থাৎ অভিনেত্রী সৌমি চট্টোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ছবি শেয়ার করে নিয়েছেন। তাতে দেখা যাচ্ছে পিসিশাশুড়ি অতসীর সঙ্গে ডান্স করছেন মৌ। পার্টিতে ছিলেন ডোডো, পরিচালক সুমন দাস।

অভিনেত্রী স্বীকৃতি সোশ্যাল মিডিয়ায় এই পার্টির ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘মেয়েবেলা কোনো দিনও শেষ হবে না। কারণ মেয়েরাই আদি শক্তি। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব’। সেই ভিডিও ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে নেটমাধ্যমে। অনেকেই জানিয়েছেন মৌঝর জুটিকে মিস করার কথা। 

 

View this post on Instagram

 

A post shared by SOUME CHATTERJEE (@soumechatterjee)

এই মেয়েবেলা  ধারাবাহিক সবসময় থাকত শিরোনামে। কখনো ধারাবাহিকের কাহিনীর জন্য, আবার কখনো চরিত্রের জন্য। অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ধারাবাহিক ছাড়ার পর থেকেই ধারাবাহিক বেশি করে শিরোনামে রয়েছেন। তিনি জানিয়েছিলেন ধারাবাহিক ছাড়ার কারণ। রূপা গঙ্গোপাধ্যায়ের বদলে আসেন অনুশ্রী দাস। জানিয়েছিলেন, চেষ্টা করবেন দর্শকদের মন জয় করতে। কিন্তু মন জয় করবার আগেই শেষ হয়ে গেল ধারাবাহিক।

শেষ হওয়ার কারণ হিসাবে শোনা গেছে রূপা গঙ্গোপাধ্যায় ধারাবাহিক ছাড়ার পর মেয়েবেলা ধারাবাহিক সেভাবে আর জমছিল না, তাই এই সিদ্ধান্ত। তবে এত তাড়াতাড়ি যে শেষ হয়ে যাবে এটাও কেউ ভাবতে পারেনি। ধারাবাহিকের শেষ পর্বে রয়েছে বিশাল চমক। 

Related Post