Star Jalsha Serial : বাংলা ধারাবাহিক মানে শুধু যে পরকীয়া তা নয়। বাংলা ধারাবাহিকের অনেকগুলো ভাগ রয়েছে, যার মধ্যে একটা ভাগ হল আধ্যাত্মিকতা (Devotional Bengali Serial)। প্রত্যেকটা ধারাবাহিক চ্যানেলেই প্রায় কমবেশি একটা করে আধ্যাত্মিক ধারাবাহিক থাকবেই। বর্তমানে জি বাংলা এবং স্টার জলসা (Star Jalsha) এই দুই জনপ্রিয় চ্যানেলের মধ্যে স্টার জলসাতেই দেখা যাচ্ছে ভক্তিমূলক ধারাবাহিক। মানুষ ওই ধারাবাহিক বেশ সানন্দে দেখছেন।
স্টার জলসার বর্তমান সম্প্রচারিত ভক্তিমূলক ধারাবাহিক হল ‘রামপ্রসাদ’ (Ramprasad)। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছেন সব্যসাচী চৌধুরী, সুষ্মিলী আচার্য্য এবং পায়েল দে। ধারাবাহিকের কাহিনী ঠিকঠাক থাকলেও, টিআরপি (TRP) তালিকায় ধারাবাহিককে একেবারেই দেখা যাচ্ছে না, আর তাই কানাঘুষো শোনা যাচ্ছে, শেষ হতে চলেছে এই জনপ্রিয় ধারাবাহিকের পথচলা।
আর এই গুঞ্জনের মাঝেই এল নতুন খবর, একটা আধ্যাত্মিক ধারাবাহিক শেষ হচ্ছে তো কি হয়েছে, আর একটা আধ্যাত্মিক ধারাবাহিক এসে উপস্থিত হচ্ছে। সম্প্রতি সেই প্রোমো প্রকাশ্যে এসেছে। প্রোমোতে দেখা যাচ্ছে ধারাবাহিকের নাম ‘ভক্তির সাগর’ (Bhaktir Sagar)। এই ধারাবাহিক মূলত গদাধর অর্থাৎ শ্রীরামকৃষ্ণের জীবনের নানা অধ্যায় তুলে ধরা হবে।
আরও পড়ুনঃ সিরিয়ালে অ্যাক্সিডেন্ট হলেই স্মৃতি হারায় কেন? ‘কার কাছে কই মনের কথা’ দেখে খিল্লি নেটপাড়ায়
প্রোমোতে দেখা যাচ্ছে, ভগবান বিষ্ণু স্বপ্ন দেয় ক্ষুদিরামকে, তোর সেবায় আমি প্রসন্ন হয়েছি আমি আসছি তোর গৃহে সন্তান রূপে। এরপরই দেখা যায় ঠাকুরমশাইয়ের ঘর আলো করে ছেলে আসে। ক্ষুদিরাম ছেলেকে হাতে নিয়ে বলে, স্বয়ং গদাধর আমাদের ঘরে এসেছে গো। এই ধারাবাহিক ২৩ এপ্রিল মঙ্গলবার থেকে বিকাল ৫:৩০ তে দেখা যাবে।
আরও পড়ুনঃ পুঁটি আসতেই ফের জমজমাট ‘নিম ফুলের মধু’, টক্কর ‘অষ্টমী’র! সেরা কে? রইল সম্পূর্ণ TRP তালিকা
এই নতুন প্রোমো দেখে সকলেই বেশ উদগ্রীব। সবথেকে বেশি উদগ্রীব রামকৃষ্ণ কে হবে। এর আগে আমরা রামকৃষ্ণ হতে দেখেছি জনপ্রিয় অভিনেতা সৌরভ সাহাকে। সৌরভকে দেখে অনেকেই বলেছিল এ যেন স্বয়ং রামকৃষ্ণ। মহারাজা সৌরভ গাঙ্গুলীও বলেছিলেন, জি বাংলা এত ভালো কাস্টিং করে, তার প্রশংসা করা অনিবার্য। এবার কাকে করে সেটাই দেখার। তবে সকলেই চাইছে সৌরভকে। এদিকে বাবা ক্ষুদিরামের চরিত্রে অভিনয় করছেন ঋজু বিশ্বাস।