পুরোনো স্মৃতি উস্কে, বিক্রম-ঐন্দ্রিলা ফেরাচ্ছে নস্টালজিয়া!

বর্তমানে চ্যানেলের জনপ্রিয়তা ধরে রাখতে প্রায় প্রতিটি চ্যানেলেই পুরোনো কিছু জনপ্রিয় ধারাবাহিকের পুনঃসম্প্রচার হতে দেখা যাচ্ছে। আর এটা বেশি পরিমানে লক্ষ্য করা যাচ্ছে স্টার জলসা

Nandini

star jalsha once again repeted phagun bou serial

বর্তমানে চ্যানেলের জনপ্রিয়তা ধরে রাখতে প্রায় প্রতিটি চ্যানেলেই পুরোনো কিছু জনপ্রিয় ধারাবাহিকের পুনঃসম্প্রচার হতে দেখা যাচ্ছে। আর এটা বেশি পরিমানে লক্ষ্য করা যাচ্ছে স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে। একটা সময় স্টার জলসায় এমন অনেক ধারাবাহিক হয়েছে যা দর্শকের মন জুড়ে আজও রয়েছে। পর্দায় সম্প্রচার শেষ হয়ে গেলেও সোশ্যাল মিডিয়ার পাতায় সেইসব ধারাবাহিক নিয়ে চর্চা চলতেই থাকে।

এমনকি অনেক অনুরাগীকেই দেখা যায় জলসার সেসব পুরোনো ধারাবাহিক দেখতে চেয়ে চ্যানেলের কাছে অনুরোধ জানাতে। তাই একের পর এক পুরোনো ধারাবাহিক ফিরিয়ে আনছে এই চ্যানেল। হয়ত দর্শকের অনুরোধ রাখতে অথবা চ্যানেলের জনপ্রিয়তা ধরে রাখতে। তবে দর্শক এটা নিয়েই বেশ খুশি যে, তাদের সেই পুরোনো জনপ্রিয় জুটি আর তাদের গল্পরা আবার পর্দায় ফিরে আসছে।

star jalsha once again repete phagun bou serial

কিছুদিন আগেই ২০১৩ সালে শুরু হওয়া আর ২০১৬ সালে শেষ হওয়া ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’ আরেকবার পর্দায় পুনঃসম্প্রচার শুরু হয়েছে। রাত ১১ টা থেকে স্টার জলসার পর্দায় আরেকবার ফিরে এসেছে পাখি আর অরণ্যর সেই মিষ্টি খুনসুটি আর ভালোবাসা। সেইরকমই এবার পর্দায় ফিরছে ‘ফাগুন বউ’ (Phagun Bou)। অভিনেতা বিক্রম ও অভিনেত্রী ঐন্দ্রিলা অভিনীত এই ধারাবাহিকটিও দর্শকের কাছে বেশ পছন্দের ছিল।

আরও পড়ুনঃ অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব আপডেট পেতে এখানে ক্লিক করুন

দর্শক আজও মহুল আর রোদ্দুরকে ভুলতে পারেননি। সেই পুরোনো স্মৃতি, মহুল-রোদ্দুরের রসায়ন তাদের ভালোবাসা আরেকবার আসছে পর্দায়। নস্টালজিয়া ফেরাতে। এই খবর প্রকাশ পেতেই বেজায় খুশি দর্শক। ২০১৮ সালে প্রথম এই ধারাবাহিক পর্দায় সম্প্রচার হয়। তারপর ২০১৯ শে শেষ হয়। তারপর আর এই জুটিকে পর্দায় দেখতে পাননি দর্শক।

তবে সেই পুরোনো গল্পই আরেকবার পর্দায় দেখতে পাবেন সে খবরেই উচ্ছসিত দর্শক। আগামী ১৭ ই জুলাই থেকে সোম থেকে রবি অর্থাৎ সপ্তাহের সাতটা দিনই বেলা ১২.৩০ এ এই ধারাবাহিক আবার দেখা যাবে। আপনারা সকলে প্রস্তুত তো? দিন স্টার জলসার তরফে অফিসিয়াল পেজেই সেই প্রোমো প্রকাশ করা হয়।

× close ad