নতুনের জেরে সল্টবদল! কটা থেকে সম্প্রচারিত হবে জলসার এই জনপ্রিয় মেগা?

বাংলা সিরিয়ালের দুনিয়ায় টিআরপি কমলে মেগা শেষ হয় এটাই রীতি। তবে কিছু গল্প এমন থাকে যা মনে দাগ কেটে যায়। বিশেষ করে যখন নতুন মেগা

Nandini

star jalsha uraan serial time slot changed

বাংলা সিরিয়ালের দুনিয়ায় টিআরপি কমলে মেগা শেষ হয় এটাই রীতি। তবে কিছু গল্প এমন থাকে যা মনে দাগ কেটে যায়। বিশেষ করে যখন নতুন মেগা চালু হয় তখন নেটিজেনদের চিন্তা বেড়ে যায় কোনটিকে বন্ধ করে দেওয়া হবে বা স্লট বদল হবে সেই নিয়ে। সম্প্রতি এমনই আশঙ্কা দেখা দিয়েছে ষ্টার জলসার একটি সিরিয়ালকে নিয়ে।

নতুন মেগার জেরে বিপদে ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক

আসলে সম্প্রতি ষ্টার জলসার পর্দায় শুরু হয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। এই ধারাবাহিকে তৃণা সাহা ও ইন্দ্রজিৎ বসুকে। রাত্রি ৮টা থেকে সম্প্রচারিত হচ্ছে ধারাবাহিকটি। তবে এবার আরেকটি জনপ্রিয় সিরিয়াল শেষ হতে পারে বা স্লট বদল হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।

স্লট বদল হল ‘উড়ান’ এর

হ্যাঁ ঠিকই ধরেছেন, উড়ান এর কথাই বলছি। আসলে রাত্রি ৮টার স্লটে এতদিন দেখা যেত উড়ান। তাই পরশুরাম আজকের নায়ক শুরু হওয়ার পর এই সিরিয়ালের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়েই চিন্তায় পড়ে গিয়েছেন অনেকে। কিছু  দর্শকদের ভেবেছিলেন হয়তো শেষ করে দেওয়া হবে গল্প, তবে তেমনটা হয়নি। স্লট বদলে নতুন সময়ে সম্প্রচারিত হবে উড়ান। কটা থেকে? জানা যাচ্ছে এখন থেকে রাত্রি ১১টা থেকে দেখাও হবে উড়ান।

আরও পড়ুনঃ শেষ বেলায় বাদ পড়ল ঠাম্মি! ‘নিম ফুলের মধু’র শেষ পর্ব দেখে আক্ষেপ দর্শকদের

প্রসঙ্গত, গল্পে মহারাজের অতীতের স্মৃতি ফের একবার সামনে এসেছে। শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই পুজারিনীকেও পাশে পেয়েছে সে। এদিকে সোমনাথ আর প্রিয়াঙ্কাও নতুন ষড়যন্ত্র ফেঁদেছে। কোন দিকে এগোবে কাহিনী? এবার সেটাই দেখার অপেক্ষা।