বড়ো ঘোষণা রাজ্য খাদ্য দপ্তরের! গরমের ছুটিতেও বন্ধ হবেনা পড়ুয়াদের মিড ডে মিল

বঙ্গে এখন গ্রীষ্মকাল। আর গ্রীষ্মকাল শুরু হতেই প্রথম থেকেই উত্তরোত্তর বেড়ে চলেছে তাপমাত্রা। এপ্রিলের শেষ অবধি দেখা মেলেনি এক ফোঁটা বৃষ্টিরও। তাই রাজ্য সরকারের তরফে

Desk

state government announced student get mid dey meal in summer vacation

বঙ্গে এখন গ্রীষ্মকাল। আর গ্রীষ্মকাল শুরু হতেই প্রথম থেকেই উত্তরোত্তর বেড়ে চলেছে তাপমাত্রা। এপ্রিলের শেষ অবধি দেখা মেলেনি এক ফোঁটা বৃষ্টিরও। তাই রাজ্য সরকারের তরফে ২ রা মে থেকে ঘোষিত হয়েছিল গ্রীষ্মের ছুটির। এই চড়া রোদ্দুরে অসুস্থ হয়ে পড়তে পারে পড়ুয়ারা। সেই কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিতে হয় রাজ্য সরকারকে (State Government)।

গ্রীষ্মের তাপমাত্রার পারদ এতটাই উর্ধমুখী ছিল যে জেলায় জেলায় সতর্কতা জারি করা হয়েছিল আসন্ন তাপমাত্রা সম্পর্কে। গ্রীষ্মের ছুটি পড়ুয়াদের কাছে বরাবরই মজার বিষয়। কিন্তু এই ছুটি চিন্তায় ফেলেছিলো দরিদ্র পড়ুয়াদের ও তাদের পরিবারকে। বর্তমানে প্রতিটি স্কুলে দরিদ্র পড়ুয়াদের কথা মাথায় রেখেই রাজ্য সরকারের (State Government) খাদ্য দপ্তর থেকে চালু করা হয়েছে মিড ডে মিল প্রকল্প।

state government announced student get mid dey meal between summer vacation

 

প্রতিটি স্কুলে এই  মিড ডে মিল (Mid-Dey-Meal) প্রকল্পের সাহায্যে স্কুলের সকল পড়ুয়াদের মুখে তুলে দেওয়া হয় অন্ন। তবে গরমের ছুটিতে স্কুল বন্ধ থাকবে স্বাভাবিক ভাবেই। আর স্কুল ছুটি থাকলে বা বন্ধ থাকলে খাবারও বন্ধ থাকবে। তাই সেই নিয়েই বেশ চিন্তাগ্রস্থ ছিল পড়ুয়ারা ও তাদের পরিবার। পড়ুয়াদের এই সমস্যা দূর করতে তাদের পরিবারকে চিন্তামুক্ত করতে স্কুল শিক্ষা দপ্তর নিয়েছে সিদ্ধান্ত।

রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ১৫ ই জুন পর্যন্ত গরমের ছুটিতে (Summer Vacation) স্কুল বন্ধ থাকলেও মিড ডে মিল এর খাদ্য সামগ্রী পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে। অভুক্ত থাকতে হবে না কোনো পড়ুয়াকেই। মিড ডে মিল থেকে তারা বঞ্চিত হবে না।

নির্দেশিকা অনুযায়ী, আগামী ২৫ শে মে থেকেই স্কুলগুলিতে ২ কিলো চাল, ২ কিলো আলু, ২৫০ গ্রাম চিনি, ২৫০ গ্রাম ডাল সাথে একটি করে সাবান দেওয়া হবে। প্রসঙ্গত, করোনা অতিমারীর সময়কালেও দীঘকাল স্কুল বন্ধ থাকাকালীন অবস্থাতেও পড়ুয়াদের মিড ডে মিল চালু রাখা হয়েছিল। তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল মিড ডে মিলের সামগ্রী। এবারেও এমনটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

× close ad