বিয়ের পিঁড়িতে ‘সোহাগ জলে’র বেণী বৌদি! রইল দিনক্ষণ থেকে পাত্রের আসল পরিচয়

আপনার পাড়াতে, আমার পাড়াতে সব পাড়াতেই বিয়ের রব, সেই রব থেকে বাদ যাবে কেন টলিপাড়া? এই টলিপাড়াতেও এখন বিয়ের রব। বিয়ের পিঁড়িতে বসছেন বেণী বৌদি

Saranna

sudipta banerjee openup about her weeding

আপনার পাড়াতে, আমার পাড়াতে সব পাড়াতেই বিয়ের রব, সেই রব থেকে বাদ যাবে কেন টলিপাড়া? এই টলিপাড়াতেও এখন বিয়ের রব। বিয়ের পিঁড়িতে বসছেন বেণী বৌদি তথা অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জী (Sudipta Banerjee)। পর্দার দেওর শুভ্রকে ছেড়ে বাস্তব জীবনে বসছেন বিয়ের পিঁড়িতে। প্রায় তিন বছর প্রেমের পর আগামী মে মাসেই চারহাত এক হবে। পাত্র কে?

পাত্রের বাড়ির সবাই ইন্ডাস্ট্রি দুনিয়ার সাথে যুক্ত নয়, বরং তারা যুক্ত রাজনীতির সাথে। প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর পুত্র সৌম্য বক্সীর সাথে বিয়ে হচ্ছে সুদীপ্তার। বছর দেড়েক আগে তাদের প্রেম প্রকাশ্যে এসেছিল, এখন বিয়ের খবর প্রকাশ্যে এল। সোশ্যাল মিডিয়ায় দুজনের মাখোমাখো ছবি প্রায়ই দেখা যেত। আনন্দবাজার সংবাদ মাধ্যমে অভিনেত্রীকে অভিনন্দন জানাতে যোগাযোগ করলে তিনি নিজেই সবটা খোলাখুলি জানান।

sohag jol serial

অভিনেত্রীর কথায়, এখন রাত ২ টো পর্যন্ত অভিনেত্রীর বাড়িতে চলছে বিয়ের আলোচনা। জোর কদমে চলছে দুই বাড়ির বিয়ের কেনাকাটা। শুধু কেনাকাটা ধয়, কোথায় বিয়ে হবে? কোথায় রিসেপশন হবে? কী মেনু হবে সবেরই প্রস্তুতি তুঙ্গে। সায়েন্স সিটির পিছনে হবে বিয়ের আসর, আর রিসেপশন হবে নিকোপার্কে। বৌভাতে নিমন্ত্রিত থাকছেন আড়াই হাজার মানুষ। আর মেনুতে থাকছে দুজনের পছন্দসই খাবার।

বিরিয়ানি, পোলাও, মাটন কোর্মা সবকিছুই থাকছে। আর তাদের বিয়ের তারিখ ১ লা মে। শ্রমিক দিবসের দিনই সাতপাঁকে বন্দি হচ্ছেন। তাদের দুজনের প্রেম পর্ব শুরু হয়েছিল একটা বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে। আলাপ হওয়ার প্রথমেই সম্পর্কটা প্রেমে আবদ্ধ  রাখতে চাননি, বিয়েতে সীমাবদ্ধ করতে চেয়েছিলেন। কিন্তু করোনা পরিস্থিতি বাঁধার সৃষ্টি করে। আর তাই বিয়ে পিছিয়ে যায়। গত ডিসেম্বরে পাকা হয় বিয়ের দিনক্ষণ।


সৌম নিজেও রাজনীতির সাথে যুক্ত। সে তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘সোহাগ জল’- এ বেনী বৌদির চরিত্রে। এই চরিত্র বেশ সমালোচিত দর্শকমহলে। পর্দায় বেশিরভাগ চরিত্র খল হলেও, মনে প্রাণে খুব সুন্দর একজন মানুষ সুদীপ্তা ব্যানার্জী। 

× close ad