পুজোর মাঝেই নিত্য নতুন ধারাবাহিকের আনাগোনা, বরণ খ্যাত ‘রুদ্রিক’ এবার নতুন সিরিয়ালে

Bengali Serial : বর্তমানে সব চ্যানেলই চাইছে এগিয়ে যেতে, কেউ থাকবেনা পিছিয়ে। সব জায়গায় এখন দেখা যাচ্ছে নতুন নতুন ধারাবাহিকের প্রোমো ভিডিও। যদিও জি বাংলা

Saranna

susmit mukherjee coming on new serial promo come out

Bengali Serial : বর্তমানে সব চ্যানেলই চাইছে এগিয়ে যেতে, কেউ থাকবেনা পিছিয়ে। সব জায়গায় এখন দেখা যাচ্ছে নতুন নতুন ধারাবাহিকের প্রোমো ভিডিও। যদিও জি বাংলা এখন একটু স্টপ আছে, তবে স্টার জলসা স্টপ নেই। এই তো কদিন আগে দেখা গিয়েছিল ‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকের প্রোমো, এরপরই আবার দেখা গেল ‘গীতা LL.B’র প্রোমো। এবার আবার আসছে ‘বাদল শেষের পাখি’ (Badal Seser Pakhi)

স্টার জলসা ভাবল আমি একাই ময়দান কাপাব, ও মা! এ যে একেবারেই ভুল। তার পিছু পিছু আরও একটা চ্যানেল এসে যোগ দিল। তারাও নিয়ে এল নতুন ধারাবাহিকের প্রোমো। জি বাংলা এবং স্টার জলসা এই দুই চ্যানেল সবসময় সবার থেকে এগিয়ে থাকে, বেশিদিন হয়ত টপ লিস্টে দুজন থাকতে পারবেনা। কারণ দুইয়ের পরে যে টপ তিন তৈরি হচ্ছে।

susmit mukherjee coming on new serial

এই টপ তিন চ্যানেল হল সান বাংলা (Sun Bangla)। এই চ্যানেলে দেখা গেছে স্টার জলসা এবং জি বাংলার লিড হিরো হিরোইনরা ধারাবাহিক করছেন। বেশ রমরমিয়ে চলছে সেগুলো, আর তাই সান বাংলা বেশ নামকরা চ্যানেল হয়ে উঠছে। আর এই সান বাংলাতেই আসছে একটি নতুন ধারাবাহিক। সম্প্রতি প্রকাশ্যে এল ‘বাদল শেষের পাখি’র (Badal Seser Pakhi) প্রোমো। প্রোমোতে দেখা যাচ্ছে ধারাবাহিকের নায়িকা পাখিকে কেউ কিডন্যাপ করে রেখেছে।

সে বাঁচাও বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। আর সেই সময় সেখানে উপস্থিত হন নায়ক। নায়ক তাকে বাঁচালে সে সাইকেল নিয়ে চলে যায়। নায়ক তাকে জিজ্ঞেস করে কে সে? কোনো উত্তর দেয়না। তারপর দেখা যায় নায়িকা পাখি এসে পৌঁছায় সাইকেল প্রতিযোগীতায়, আর সেখানের বিচারকের আসনে বসে আছে নায়ক। তারপর দেখা যায় সাইকেল প্রতিযোগীতায় জিতে যায় পাখি।

তার হাতে পুরস্কার তুলে দেয় নায়ক। ধারাবাহিকের নাম বাদল শেষের পাখি। এখনও জানা যায়নি কবে থেকে সম্প্রচার হবে। ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাবে ‘বরণ’ খ্যাত সুস্মিত মুখার্জী (Sushmit Mukherjee) কে। নায়িকার পরিচয় এখনও জানা যায়নি। সূত্রের খবর এটি লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক। স্টার জলসার পর আবার আসর জমাচ্ছেন সান বাংলায়।

× close ad