‘নারী মানেই অবলা’! এই বচন ভুল প্রমান করেছে বাংলা সিরিয়ালের এই ৫ প্রতিবাদী নারী

Bengali Serial Female Protester Character : ‘নারী মানেই অবলা’ এই বাক্যটি সম্পর্কে সকলেই পরিচিত। কিন্তু সত্যিই কি নারী অবলা? আধুনিককালে কিন্তু এই বাক্যটি শোভা পায়না।

Saranna

these 5 bengali serial women character praised by netizen for their protester character

Bengali Serial Female Protester Character : ‘নারী মানেই অবলা’ এই বাক্যটি সম্পর্কে সকলেই পরিচিত। কিন্তু সত্যিই কি নারী অবলা? আধুনিককালে কিন্তু এই বাক্যটি শোভা পায়না। আধুনিককালে সব নারীই প্রায় প্রতিবাদী। আর তার উদাহরণ আমরা দেখতে পাই বাংলা সিরিয়াল (Bengali Serial) গুলোয়। বাংলা সিরিয়াল গুলোর কাহিনী বাস্তব থেকেই গৃহীত হয়, আর বাস্তবে হচ্ছে বলেই সিরিয়ালে তা দেখানো হচ্ছে। আসুন জেনে নিই সেই সব প্রতিবাদী নারী চরিত্র কারা?

bengali serial women character porna praised by netizen for her protester character

পর্ণা (Porna) : জি বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র পর্ণা। এই পর্দার মধ্যে ফুটে উঠেছে একটা প্রতিবাদী সত্তা। সে অন্যায় মুখ বুজে সহ্য করেনা। সবসময় অন্যায়ের বিরুদ্ধে গিয়ে কথা বলে। এই চরিত্রে অভিনয় করছেন পল্লবী শর্মা।

bengali serial women character shrabon praised by netizen for her protester character

শ্রাবন (Shrabon) : স্টার জলসার নতুন ধারাবাহিক ‘LOVE বিয়ে আজকাল’ (Love Biye Aajkal)। চুক্তির বিয়ে দিয়েই শুরু হয়েছিল ওমকার-শ্রাবণের গল্প। এই ধারাবাহিকে শ্রাবণের চরিত্রটিও প্রতিবাদী নারী চরিত্র। এই চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী মৌমিতা সরকার (Moumita Sarkar)।

bengali serial women character shimul praised by netizen for her protester character

শিমুল (Shimul) : জি বাংলার চর্চিততম ধারাবাহিক হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Katha)। ধারাবাহিকে দেখানো হয়েছে শিমুল তাঁর স্বামীর কাছ থেকে প্রতিনিয়ত শারীরিক এবং মানসিক ভাবে অত্যাচারের শিকার হয়। স্বামী বলেই তাঁর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবে না এমনটা সে ভাবেনা। অবলা না হয়ে সবলা হয়ে ওঠে। এই শিমুল চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি হলেন অভিনেত্রী মানালি দে (Manali Dey)।

bengali serial women character mohor praised by netizen for her protester character

মোহর (Mohor) : স্টার জলসার এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘মোহর’ (Mohor)। এই ধারাবাহিকের নাম ভূমিকায় যিনি অভিনয় করেছেন তিনি হলেন অভিনেত্রী সোনামনি সাহা (Sonamoni Saha)। তাঁর প্রতিবাদী চরিত্রের অভিনয় দেখে আজও দর্শকরা বাহবা দেন।

bengali serial women character subarnalata praised by netizen for her protester character

সুবর্ণলতা (Subarnalata) : জি বাংলার এই ধারাবাহিকটি যেন বাঙালির আবেগ, বাঙালির অনুভূতি। আজও মানুষ ভুলতে পারেনি সুবর্ণলতার চরিত্রকে। মানুষের মনে আজও তাঁর দাগ রয়ে গেছে। সুবর্ণলতা চরিত্র এতটাই প্রতিবাদী ছিল যে, কিছু মহিলারা তাঁকে দেখেই শিখেছে কীভাবে প্রতিবাদ করতে হয়। এই চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি হলেন, অনন্যা চ্যাটার্জী (Ananya Chatterjee)।

× close ad