মানুষ বিনোদন উপভোগ করতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করে। তাই তো বিকাল ৫ টা বাজলেই টিভি চালিয়ে বসে পড়ে, একেবারে ওঠে সেই রাত ১১টায়। এটা শুধু আমার আপনার ঘরে নয়, সবার ঘরের দৈনন্দিন জীবনের রুটিং। আর তাই টিভির পর্দায় যাদের দেখেন, তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও মানুষের কৌতূহল থাকে। তাদের বাড়ি কোথায়, বাড়িতে কে কে থাকেন ইত্যাদি ইত্যাদি।
আবার অনেক অভিনেতা অভিনেত্রীদের (Celebrities) ফ্যামিলিও অভিনয়ের সাথে যুক্ত। আমরা টিভির পর্দায় যদি কোনো অভিনেতা অভিনেত্রীকে একসাথে বোন-ভাইয়ের অভিনয় করতে দেখি, তখন মনে করি, এরা বাস্তবেও হয়ত ভাই-বোন। অনেক সময় এই ভাবনাটা ঠিক হয়, আবার অনেক সময় এই ভাবনাটা ভুল হয়। আজ আপনাদের পরিচয় করাব, এমন কয়েকজন অভিনেতা অভিনেত্রীদের সাথে, যারা বাস্তবে ভাই-বোন।
শ্বেতা-তনুশ্রী (Sweta – Tanushree) : ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকের যমুনা তথা অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য যেমন টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ, তেমনই তাঁর দিদিও বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ। দিদির নাম তনুশ্রী ভট্টাচার্য। এই অভিনেত্রী রানী রাসমণি ধারাবাহিকে ভবতারিণী চরিত্রে অভিনয় করেছিলেন। কি করে বলব তোমায় ধারাবাহিকেও দেখা গিয়েছিল। বর্তমানে অভিনেত্রীকে ‘গৌরী এলো’ ধারাবাহিকে দেখা যাচ্ছে।
অনন্যা-অলকানন্দা (Ananya – Alokananda) : সকলের পছন্দের ধারাবাহিক ‘মিঠাই’ এ পিঙ্কিজির ভূমিকায় অভিনয় করছেন। এছাড়াও তাঁকে দেখা যাচ্ছে, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ সিরিয়ালে লক্ষ্মী কাকিমার মেয়ে রিয়ার চরিত্রে। অভিনেত্রীর দিদিও বেশ জনপ্রিয়। তাঁর দিদির নাম অলকানন্দা গুহ। তাঁকে দেখা গিয়েছিল, আয় তবে সহচরী ধারাবাহিকে বরফির মামার মেয়ের চরিত্রে। এছাড়াও ইরাবতীর চুপকথা, মহাপীঠ তারাপীঠ ইত্যাদি ধারাবাহিকে তাঁর দেখা মিলেছে।
দেবাদৃতা-দেবপ্রিয়া (Debadrita – Debopriya) : অভিনেত্রী দেবাদৃতা বসু টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ। অভিনেত্রীকে দেখা গিয়েছিল, ‘জয়ী’ ধারাবাহিকে। তারপর ‘আলো ছায়া’ তে। বর্তমানে দেখা যাচ্ছে, ‘আলোর ঠিকানা’ ধারাবাহিকে। এই অভিনেত্রীর বোন, দেবপ্রিয়া বসুর দেখা মিলছে ক্যানিংয়ের মিনু ধারাবাহিকে।
আরশিয়া- অদ্রিজা (Arshiya – Adrija) : সকলের জনপ্রিয় ভুতু। তাঁকে শেষবার দেখা গিয়েছিল, শ্রীকৃষ্ণভক্ত মীরাতে। তাঁর দিদি অদ্রিজা মুখার্জীও জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে, সান বাংলার দেবী ধারাবাহিকে।
জন (শৌরজা)-শ্যাম (John – Samm) : মিঠাই ধারাবাহিকে ওমি আগরওয়ালের ভূমিকায় দেখা মিলেছে তাঁর। বর্তমানে দেখা যাচ্ছে, ‘আলোর ঠিকানা’ ধারাবাহিকে। তাঁর ভাই শ্যাম ভট্টাচার্য অভিনয় করেছিলেন মন ফাগুন ধারাবাহিকে খলনায়কের ভূমিকায়।