Best Holiday Destination : সকলেই প্রায় কমবেশি ভ্রমণপিপাসু। কিন্তু কর্মক্ষেত্রের পাল্লায় পড়ে আর ঘোরই হয় না। কারণ ঘুরতে গেলে দরকার পড়ে একটু বেশি দিনের ছুটির (Holiday Destination)। কারণ কম সময়ের ছুটিতে তো আর মন ভালো হয়না। তবে এমন অনেক জায়গা আছে, যেখানে এক-দু দিনের ছুটিই যথেষ্ট মন ভালো করার জন্য। তাই আপনাদের জন্য নিয়ে এলাম এমন কয়েকটি ঠিকানা, যেখানে আপনারা এক দিনের ছুটিতেই ঘুরে আসতে পারবেন।
বকখালি (Bakkhali) : কলকাতা থেকে প্রায় ১৪৫ কিলোমিটার দূরে রয়েছে এই জায়গা। এখানে বকখালি সী বীচ, হেনরি আইসল্যান্ড, বকখালি ওয়াচ টাওয়ার। এছাড়াও শুনতে পাবেন পাখির কলরব, সমুদ্রের আওয়াজ, ঝোড়ো হাওয়া, ঝাউবন ইত্যাদি দেখতে পাবেন। এখানে থাকার জন্য অনেক হোটেল এবং রিসর্ট আছে। বকখালি অক্টোবর থেকে এপ্রিল মাসের মধ্যে ভ্রমণ করার আদর্শ সময়। শিয়ালদহ থেকে ট্রেনে নামখানা, নামখানা থেকে বকখালির গাড়ি ছাড়ে, এছাড়াও ধর্মতলা থেকেও বকখালির বাস ছাড়ে।
তাজপুর (Tajpur) : কলকাতা থেকে মাত্র ১৭৫ কিলোমিটার দূরে মন্দারমণি ও শঙ্করপুরের মাঝে অবস্থিত তাজপুর। এখানে জলাভূমি, মাছের ভেড়ি, সবুজ ধানখেত, লাল কাঁকড়ার ঝাঁক, নীল সমুদ্র সৈকত, বালিয়াড়ি, ঝাউবন ইত্যাদি দেখতে পাবেন। ১০০০ থেকে ৩০০০ টাকার মধ্যে অনেক হোটেল পেয়ে যাবেন। তাজপুরও অক্টোবর থেকে এপ্রিল মাসের মধ্যে ভ্রমণ করার আদর্শ সময়। কলকাতা থেকে দীঘার ট্রেন ধরে দীঘা স্টেশনে নামুন। তারপর বাস বা গাড়ি করে তাজপুর।
আরও পড়ুনঃ আর নয় হাজার হাজার টাকা, মাত্র ১৯৭ টাকাতেই পৌঁছে যান দার্জিলিং! কিভাবে? জেনে নিন আজই
টাকি (Taki) : কলকাতা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে ইছামতী নদীর ধারে অবস্থিত এই টাকি। এখানে টাকি রাজবাড়ী, গ্রাম্য প্রকৃতি, ইছামতী নদী যার একদিকে ভারত আর একদিকে বাংলাদেশ, এখানে রয়েছে মিনি সুন্দরবন, টাকি জোড়া মন্দির ইত্যাদি দেখতে পাবেন। থাকার জন্য রয়েছে কম খরচ থেকে বেশি খরচের মধ্যে অনেক গেস্ট হাউস। গ্রীষ্মকাল বাদে সারাবছরই এই স্থানে ভ্রমণ করার আদর্শ সময়। শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকাল ধরে নেমে পড়ুন টাকিতে।
রায়চক (Roychak) : কলকাতা থেকে মাত্র ৫৫ কিলোমিটার দূরে হুগলী নদীর পাড়ে অবস্থিত রায়চক। ডায়মন্ডহারবার রিভারসাইড, সরিষা আশ্রম, ছোটো নদীর পাড়, রূপনারায়ণ নদী, জলপথে ভ্রমণ ইত্যাদি উপভোগ করতে পারবেন এখানে। এখানে রাত্রিবাসের জন্য অনেক হোটেল ও রিসর্ট রয়েছে। হোটেল গুলো ব্যায়বহুল মনে হলে ডায়মন্ডহারবারে কয়েকটি গেস্ট হাউস রয়েছে ওখানেও থাকতে পারেন। ইচ্ছে করলে থাকতে পারেন, আর নয়ত ঘোরাঘুরি করে বাড়িও চলে আসতে পারেন। এই স্থানেও গ্রীষ্মকাল বাদ দিয়ে যে কোনো সময়ই ঘুরতে যাওয়ার জন্য আদর্শ। শিয়ালদহ থেকে ডায়মন্ডহারবার লোকাল। তারপর ডায়মন্ডহারবারে নেমে টোটা বা অটো ধরে পৌঁছে যান।
আরও পড়ুনঃ সাধ্যের মধ্যে সাধ পূরণ, কম খরচে অ্যাডভেঞ্চার চাইলে পৌঁছে যান এই ডেস্টিনেশনে! রইল ঠিকানা
কোলাঘাট (Kolaghat) : কলকাতা থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত কোলাঘাট। এখানে দেখতে পাবেন কোলাঘাট থেকে গাড়িতে মাত্র ১৪ মিনিট দূরে রয়েছে শরৎচন্দ্রের বাড়ি, কোলাঘাট ব্রিজ, রূপনারায়ণ নদী।অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস এর সময়টা এই স্থানে ঘুরতে আসার জন্য আদর্শ সময়। হাওড়া থেকে মেদিনীপুর, পাশকুড়া বা খড়গপুর লোকালে উঠে নামতে হবে কোলাঘাট। সোনার বাংলা, শের ই পাঞ্জাব ধাবায় রাত্রিযাপন করতে পারেন।