টলি-বলি অভিনেত্রীদের সাথে দারুন মুখের মিল! ঠিক যেন যমজ বোন বাংলা সিরিয়ালের এই ৭ নায়িকা

Bengali Serial Actress : বলিউডে প্রায়শই চর্চা হয় ‘হামসকল’ (Twins) নিয়ে। হামসকল কথাটা শুদ্ধ কথা, চলতি কথায় আমরা বলে থাকি ডুপ্লিকেট। শোনা যায়, পৃথিবীতে নাকি

Saranna

this 7 bengali serial actresses twin's also femous on tollywood and bollywood

Bengali Serial Actress : বলিউডে প্রায়শই চর্চা হয় ‘হামসকল’ (Twins) নিয়ে। হামসকল কথাটা শুদ্ধ কথা, চলতি কথায় আমরা বলে থাকি ডুপ্লিকেট। শোনা যায়, পৃথিবীতে নাকি একটা মানুষের ৭ জন ‘হামসকল’ রয়েছে। অর্থাৎ একটা মানুষের মুখের সাথে আর একটা মানুষের মুখের ৮০% মিল খুঁজে পাওয়া যায়। বাংলা বিনোদন (Bengali Serial) জগতেও এমন কিছু মানুষ খুঁজে পাওয়া গেছে।

সম্প্রতি, নেটিজেনরা টলিপাড়ার (Tollywood) ছোটো পর্দার কয়েকজন অভিনেত্রীদের চরিত্রের ‘হামসকল’ খুঁজে পেয়েছেন। কারোর মিল রয়েছে বলিউডের সাথে, আবার কারোর মিল রয়েছে বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের সাথে। দেখে নেওয়া যাক এক নজরে। করা সেই ছোটপর্দার অভিনেত্রী যাদের একই রকম দেখতে টলিপাড়ার কিছু জনপ্রিয় তারকাদের মত।

netizen thought soumitrisha kundu look like actress pinki

মিঠাইয়ের হামসকল : জি বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল ‘মিঠাই’ (Mithai)। ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখনো সেই প্রথমদিনের মতোই উত্তেজনা রয়েছে। মিঠাই চরিত্রটি সকলেরই বেশ পছন্দের। মিঠাই চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিতৃষা কুন্ডু। সৌমিতৃষার মুখের সাথে মিল খুঁজে পেয়েছেন, জনপ্রিয় অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সাথে।

netizen thought vinita chatterjee look like singer monali thakur

মেমবউয়ের হামসকল : স্টার জলসার পর্দায় ২০১৬ সালের একটি ধারাবাহিক ছিল ‘মেমবউ’ (Membou)। এই ধারাবাহিকটি বেশ পপুলার হয়েছিল। ধারাবাহিকের থেকে বেশি পপুলার হয়েছিল ‘মেমবউ’ চরিত্রটি। এই চরিত্রে অভিনয় করেছিলেন বিনীতা চ্যাটার্জী। এই অভিনেত্রীর সাথে একেবারেই মিলে যায়, জনপ্রিয় গায়িকা মোনালী ঠাকুরের মুখ। যখন ধারাবাহিকটি শুরু হয়ছিল, সকলেই অনুমান করেছিল, মোনালী ঠাকুর অভিনয় করছেন।

netizen thought madhurima basak look like actress mouni roy

শিরিনের হামসকল : স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গুড্ডি’ (Guddi) তে দেখা মিলেছিল শিরিন চরিত্রের। তাঁর চরিত্রটি ছিল খল। এই শিরিনের চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি হলেন, মধুরিমা বসাক। এই মধুরিমার সাথে মিল খুঁজে পেয়েছেন, জনপ্রিয় বলিউড তারকা মৌনি রায়ের। যাকে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলার ডান্স বাংলা ডান্সের বিচারক মঞ্চে।

netizen thought neem phooler madhu batabyal's ful masi look like anamika saha's bindu masi look

বুটু সোনার মিল : জি বাংলার উল্লেখযোগ্য একটি ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এই ধারাবাহিকটিতে একটি চরিত্র দেখা গিয়েছিল যার নাম বটব্যাল। আদরের নাম বুটু সোনা। এই চরিত্রটি ছেলে হলেও, নিজের শয়তানি ক্রিয়াকলাপ কার্যসিদ্ধির জন্য ফুল মাসি সেজেছিল। এই ফুল মাসিকে একেবারেই টলিপাড়ার বিন্দু মাসির মত লেগেছে দর্শকদের। অর্থাৎ জনপ্রিয় অভিনেত্রী অনামিকা সাহার সাথে মিল খুঁজে পেয়েছেন বটব্যালের।

netizen thought titiksha das look like alia bhatt

মেঘের হামসকল : জি বাংলার একটি ধারাবাহিক হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র মেঘ। দর্শক মেঘ অর্থাৎ তিতিক্ষার মুখের সাথে বলিউডের এক জনপ্রিয় অভিনেত্রীর মিল খুঁজে পেয়েছেন। বলিউড তারকা আলিয়া ভাটের সাথে। দর্শকের কথা অনুযায়ী আলিয়ার মুখের সাথে তিতিক্ষার মুখের কিছুটা মিল পাওয়া যায়।

Related Post