আজকাল অনেকেই সাক্ষাৎকারে জানাচ্ছেন অন্য প্লাটফর্মের তুলনায় বেশি পারিশ্রমিক পাওয়া যায় ছোটো পর্দা থেকে। আর তাই তো বড় পর্দা থেকে সকলেই ছোটো পর্দাতে নাম লেখাচ্ছেন। বড় পর্দার থেকে এখানে পারিশ্রমিক বেশি, তাই তো এই পদক্ষেপ। কিন্তু কত পারিশ্রমিক পান এই ছোটো পর্দার বাংলা ধারাবাহিকের (Bengali Serial) তারকারা? আর কে-ই বা বেশি পারিশ্রমিক পান? জেনে নিন।
সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে ‘LOVE বিয়ে আজকাল’ (Love Biye Aajkal)। ২৮শে অগস্ট থেকে রাত ৮.৩০টায় স্টার জলসার পর্দায় সম্প্রচার হচ্ছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকে যিনি মূখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি হলেন ওম সাহানি (Om Sahani)। বড় পর্দা থেকে ছোটো পর্দাতেই সবেতেই অভিনেতার বিচরণ। তবে ছোট পর্দায় তিনি ফিরলেন আবার বহু বছর পর। তাঁর কেরিয়ার জীবনে রয়েছে অজস্র ছবি।
ভারত এবং বাংলাদেশ দুই বাংলাতেই কাজ করেছেন। তাঁর চলচ্চিত্র তালিকায় রয়েছে, অ্যাকশন, অগ্নি ২, হিরো ৪২০, প্রেম কি বুঝিনি সহ আরও অনেক সিনেমা। শেষবার ২০১১ সালে ‘আলোর বাসা’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। তারপর আর ধারাবাহিক করেননি , সিনেমাতেই মন দিয়েছিলেন, সিনেমার পর আবারও ছোটো পর্দায় ফিরে আসেন। আর এই অভিনেতাই বর্তমানে বেশি পারিশ্রমিক পাচ্ছেন।
গত জুলাই মাস পর্যন্ত সবথেকে বেশি পারিশ্রমিক পেতেন, ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium) ধারাবাহিকের মুখ্য অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। তিনি পেতেন মাসিক ৫ লাখ টাকা। কিন্তু ওম সাহানি এই নতুন ধারাবাহিকের জন্য পারিশ্রমিক নিচ্ছেন মাসিক ৭ লাখ ৫০ হাজার টাকা।
আরও পড়ুনঃ ‘শ্রাবনে’র আসল পরিচয় ফাঁস দাদুর সামনে, রইল ‘Love বিয়ে আজকাল’ ধুন্ধুমার পর্ব
এর আগে কেউই এত টাকা পাননি। আগে ছোটো পর্দায় এত পারিশ্রমিক দেওয়া হত না, সব সংখ্যাই থাকত হাজারের ঘরে, কিন্তু বর্তমানে সেটা লক্ষ হয়েছে।উল্লেখ্য, টিআরপি টপার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-র সূর্য অর্থাৎ দিব্যজ্যোতি এখন পান ২ লক্ষ ৬০ হাজার টাকা। আর নায়িকা স্বস্তিকা ঘোষ পান ২ লক্ষ ১০ হাজার টাকা।