‘ছোটলোক’ ‘জুন আন্টি’ আবারও ছোটপর্দায়, অভিনেত্রীর ভোলবদলে হতবাক দর্শক!

Ushasi Chakraborty Jun Aunty :ঊষসী চক্রবর্তী নামটার সাথে কম বেশি অনেকেই পরিচিত। বিশেষ করে যারা বাংলা সিরিয়াল প্রেমী তাদের কাছে তিনি ‘জুন আন্টি’ হিসাবেই বিখ্যাত।

Saranna

ushasi chakraborty in new serial as positive character

Ushasi Chakraborty Jun Aunty :ঊষসী চক্রবর্তী নামটার সাথে কম বেশি অনেকেই পরিচিত। বিশেষ করে যারা বাংলা সিরিয়াল প্রেমী তাদের কাছে তিনি ‘জুন আন্টি’ হিসাবেই বিখ্যাত। এর বাইরে এনার নাম শুনলে কিছুই মনে আসেনা। ব্যাপারটা কিরকম টাইপ কাস্ট হয়ে যাচ্ছে না! ঊষসী চক্রবর্তী মানেই জাঁদরেল খলনায়িকা। এবার সেইরকম চরিত্র থেকে বেড়িয়ে এসে একেবারে নতুনভাবে সকলের সামনে ধরা দিলেন অভিনেত্রী।

সবেমাত্র স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘তোমাদের রানী’ (Tomader Rani)। অভিকা মালাকার আর অর্কপ্রভ রায়ের নতুন ধারাবাহিক। এই ধারাবাহিক দর্শকদের মন কেড়ে নিয়েছে। টিআরপি তালিকাতেও বেশ জায়গা করে নিয়েছে। এই সিরিয়ালে  বর্তমানে দেখা যাচ্ছে, গল্পের কেন্দ্রীয় চরিত্র রানী পরীক্ষা দিতে গিয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায়।

ushasi chakraborty in tomader rani serial

তারপর যখন জ্ঞান ফেরে, তখন দেখে যে হাসপাতালে। এক মহিলা ডাক্তার তাকে জানায় সে প্রেগন্যান্ট। এই মহিলা ডাক্তারের চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি হলেন ঊষসী চক্রবর্তী। একদল তাঁকে দেখে সবাই অবাক। এই সেই জাঁদরেল ঊষসী। যে কিনা শ্রীময়ীকে দেখেই মুখ ব্যাকাতো। সকলেই তাঁর এই নতুন রূপ দেখে অবাক।

সবাই বাহবা দিচ্ছেন। একজন লিখেছেন, ‘একই প্রমো তে ট্রিপল ধামাকা। সবার বাধাকে উপেক্ষা করে মেডিক্যাল পরীক্ষা দিতে গেল রানী,,,পথেই মাথা ঘুরে পড়ে গেলে ডক্টর জানায় সে প্রেগন্যান্ট। আর সেই ডক্টর আমাদের জুন আন্টি তাও পজিটিভ চরিত্রে,,অসাধারণ এন্ট্রি! বোধয় এবার রানীর সবচেয়ে বড় সাপোর্টার হবে এই ডক্টর!’ এখন দেখা যাক কি হয়।

 

View this post on Instagram

 

A post shared by Ushasi Chakraborty (@ushasieofficial)

উল্লেখ্য, ছোটো থেকে বড় সব জায়গাতেই তিনি সমান দক্ষ। এবার তাঁর দেখা মিলবে ওটিটিতে। ইন্দ্রনীল রায়চৌধুরীর পরিচালনায় নতুন ওয়েব সিরিজ ‘ছোটলোক’- এ দেখা মিলেছে। এই সিরিজটি জি ফাইভে এখন দেখা যাচ্ছে। এই সিরিজে রয়েছেন, ইন্দ্রাণী হালদার, প্রিয়াঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী, ঊষসী রায়, দামিনী বসু, প্রতীক দত্ত সহ আরও অনেকে। আপনারাও একবার ঢুঁ মেরে আসুন।

× close ad