চড়ছে তাপমাত্রার পারদ, তার মাঝেই মিলল বৃষ্টির পূর্বাভাস, রইল আজকের আবহাওয়ার খবর

বাংলায় নবর্ষের আগের সময়, চলছে চৈত্র মাস। তবে চৈত্রের সেলের ছাড়ের মত বেড়েই চলেছে তাপমাত্রা। অবশ্য এবার রাজ্যবাসীর জন্য গরমের মাঝে খানিক স্বস্তির খবর মিলেছে।

Desk

Weather Update আবহাওয়ার খবর

বাংলায় নবর্ষের আগের সময়, চলছে চৈত্র মাস। তবে চৈত্রের সেলের ছাড়ের মত বেড়েই চলেছে তাপমাত্রা। অবশ্য এবার রাজ্যবাসীর জন্য গরমের মাঝে খানিক স্বস্তির খবর মিলেছে। তবে গোটা বঙ্গের জন্য স্বাস্তির খবর মেলেনি আবহাওয়া দফতরের তরফে। কোথাও বৃষ্টির পূর্বাভাস থাকলেও কিছু জায়গায় আবার উষ্ণতা বাড়ার খবর মিলেছে। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার খবর।

আজকের আবহাওয়ার খবর (Weather Update Today)

আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৪° সেলসিয়াস পর্যন্ত যেতে পারে

আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬° সেলসিয়াস

বাতাসে আর্দ্রতা থাকবে ৯১%

বাতাসের গতিবেগ ১৯.৫ কিমি/ ঘন্টা

আজ আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা : ৮৬%

Weather Update Kolkata Summer আবহাওয়ার খবর

আজকের আবহাওয়া (Weather Report)

গতকালের আলিপুর আবহাওয়া দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, আকাশ বেশ খানিকটা মেঘাছন্ন থাকবে। কলকাতায় না থাকলেও  উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা উর্ধমুখীই থাকবে। বৃষ্টি হলে কিছুটা স্বস্তি মিললেও আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়বে। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪° সেলসিয়াস ও ২৬°সেলসিয়াস থাকবে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে এই দুই জেলা ছাড়াও বাকি আরও কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী ৩-৪ দিন আবহাওয়া এমনই থাকবে বলে জানা যাচ্ছে।

এবার দক্ষিণবঙ্গের আবহাওয়া খবর, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে দক্ষিণবঙ্গে হাওয়া চলবে যার জেরে কিছুটা স্বস্তি মিলতে পারে। অন্যদিকে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বাড়বে যার ফলে গরমের কষ্ট বাড়তে পারে। আগামী কয়েকদিন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রায় নেই দক্ষিণবঙ্গে।

আগামী কালের আবহাওয়ার খবর

আগামীকালের আবহাওয়ার খবর বলতে গেলে কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৪° সেলসিয়াস ও ২৭° সেলসিয়াস থাকবে। গরম বাড়তে শুরু করেছে আর আগামী বেশ কয়েক দিন এই ভাবেই তাপপ্রবাহ চলবে। সাথে আর্দ্রতা বেশি হওয়ার কারণে সাধারণ মানুষের অস্বস্তি আরও বাড়তে পারে।

× close ad