Hair Problem : চুলের পরিচর্যায় ম্যাজিকের মতো কাজ করবে জবা ফুল দিয়ে তৈরী এই মিশ্রণগুলি

বর্তমানে চুল ঝড়ে পড়ার সমস্যায় জর্জরিত সকলে। এই সমস্যার সমাধান ছোট বড়ো সকলের জন্যই খুব প্রয়োজনীয়। যদিও বাজারে চুলের সমস্যা ( Hair Problem ) মেটাতে

Desk

chuler jotne jobafuler kajokarita

বর্তমানে চুল ঝড়ে পড়ার সমস্যায় জর্জরিত সকলে। এই সমস্যার সমাধান ছোট বড়ো সকলের জন্যই খুব প্রয়োজনীয়। যদিও বাজারে চুলের সমস্যা ( Hair Problem ) মেটাতে অনেক রকম প্রোডাক্টেরই দেখা মেলে কিন্তু কেমিক্যালের মিশ্রনের ছোঁয়ায় চুলের সৌন্দর্য বৃদ্ধির পরিবর্তে চুলের ঝড়ে পড়ার সম্ভাবনাই বেশি। বয়স বাড়ার সাথে সাথে ও অত্যধিক দূষণের ফলে আমাদের চুল তার ঔজ্বল্যতা হারিয়েছে।

chuler jotne jobafuler kajokarita

স্বাস্থ্যোজ্জ্বল চুল ফিরে পেতে ঘরোয়া উপায় হিসাবে জবা ফুলের গুনাগুন অপরিহার্য। চুলের পরিচর্যায় জবা ফুল ম্যাজিকের মতো কাজ করে। আপনার হাতের কাছে জবা ফুল থাকলেই আপনি নিজের চুলের হাজারো সমস্যার সমাধান করে ফেলতে পারবেন মুহূর্তেই। জবা ফুলে ভিটামিন সি থাকে আর ভিটামিন সি চুলের রুক্ষতা দূর করতে সহায়ক উপাদান। চুলে জবা ফুলের ব্যবহার একাধিক চুলের সমস্যার ( Hair Problem ) সমাধান করবে।

ঘরোয়া উপায়ে তৈরী জবা ফুলের তেল 

চুলের স্বাস্থ্য ফেরাতে নারকেল তেল ও জবা ফুলের মিশ্রনে তৈরী তেল ভীষণ কার্যকরী। প্রয়োজনে এই তেলে মেথিও মেশাতে পারেন।

উপকরণ :

৫ থেকে ৭ তা জবা ফুল

১৫০ গ্রাম বিশুদ্ধ নারিকেল তেল

পদ্ধতি :

প্রথমে ফুল গুলো ভালো করে ধুয়ে জল শুকনো করে নিতে হবে।  তার পর একটি কড়াইতে ১৫০ গ্রাম বিশুদ্ধ নারিকেল তেল ঢেলে তেল গরম হতে দিতে হবে। এরপর তেল গরম হয়ে এলে ফুলগুলি একে একে কড়াইতে দিয়ে দিতে হবে। খুব অল্প আঁচে এবার ফুলগুলি ভাজা হতে দিতে হবে। এভাবে মিনিট পনেরো পর ফুলগুলি সব ভাজা হয়ে গেলে। তেলটি আঁচ থেকে নামিয়ে ৩ থেকে ৪ ঘন্টা ঠান্ডা হতে রেখে দিতে হবে। তারপর ৩-৪ ঘন্টা হয়ে গেলে ভালো করে ফুলগুলি নিংড়ে তেল বার করে একটি শিশিতে ভরে রাখুন।

ব্যবহার :

রাতে শুতে যাওয়ার আগে ওই তেল মাথায় ভালো করে ম্যাসাজ করে নিন, যাতে তেল চুলের গোড়া অবধি পৌঁছতে পারে। তারপর মাথায় একটি তোয়ালে জড়িয়ে শুয়ে পড়ুন। সকালে পরিষ্কার জলে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন, দেখবেন চুলের সতেজতা বৃদ্ধি পাবে।

জবা ফুলের সাথে টক দই এর মিশ্রণ 

টক দই চুলের পুষ্টিতে সাহায্য করে থাকে। তাই চুলের পরিচর্যায় টক দইও একটি গুরুত্বপূর্ণ উপাদান।

উপকরণ :

২-৩ টে জবা ফুল

জবা গাছের ৪-৫ টা পাতা

টক দই ২ চা চামচ।

পদ্ধতি :

ফুল ও পাতাগুলিকে ভালো করে ধুয়ে নিন। এবার সেগুলি ব্লেন্ডারে মিক্স করে একটি মিশ্রণ তৈরী করুন। মিশ্রণটি একটি পাত্রে ঢেলে নিন আর তাতে ২ চা চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

ব্যবহার :

মিশ্রণটি তৈরী হয়ে গেলে সেটা চুলে ভালো করে লাগিয়ে নিন। মিশ্রণটি চুলে এমন ভাবে লাগাতে হবে যাতে সেটি চুলের গোড়া অবধি পৌঁছোয়। তারপর ১৫-২০ মিনিট রেখে ভালো করে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। এই হেয়ার মাস্ক সপ্তাহে অন্তত ১ দিন ব্যবহার করবেন তারপর নিজেই টক দই ও জবা ফুলের ম্যাজিক বুঝতে পারবেন।

chuler jotne jobafuler kajokarita

নারকেলের দুধ দিয়ে তৈরী জবা ফুলের মিশ্রণ 

উপকরণ :

২ থেকে ৩ টে জবা ফুল

৩ চা চামচ নারকেলের দুধ

১ চা চামচ টক দই

১ চা চামচ মধু

পদ্ধতি :

জবা ফুলগুলি নিন, ভালো করে ধুয়ে তা ব্লেন্ডারে দিন। পেস্ট হয়ে গেলে একটা বাটিতে পেস্টটি ঢালুন তাতে উপরিউক্ত পরিমান অনুযায়ী নারকেলের দুধ, দই, ও মধু মিশিয়ে মিশ্রণটি যতক্ষণ না গাঢ় হচ্ছে মেশাতে থাকুন। তারপর মিশ্রণটি ঘন হয়ে গেলে কিছুক্ষন রেখে দিন।

বাব্যহার :

এই হেয়ার মাস্কটি চুলের জন্য খুবই কার্যকরী। এটি ভালো করে মাথায় মেখে ঘন্টা খানেক রেখেদিন। তারপর পরিষ্কার জলে  চুল ধুয়ে নিন।  তারপর মাথায় শ্যাম্পু করে নিন।

জবা ফুলের সাথে ডিমের মিশ্রণ 

ডিমের সাদা অংশ চুলের জন্য খুব উপকারী উপাদান। চুলের পুষ্টিতে সহায়ক।

উপকরণ :

২-৩ টে জবা ফুল

আর একটা ডিম এর সাদা অংশ টুকু

পদ্ধতি :

জবা ফুল পেস্ট করে রাখুন তারপর। একটি বাটিতে ডিমের সাদা অংশ টুকু নিয়ে হালকা ফেটিয়ে নিন। তারপর দুটো এক সাথে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরী করে নিন।

ব্যবহার :

এই পেষ্টটি মাথায় হালকা হাতে নিয়ে ভালো করে ম্যাসাজ করুন। মাথার পুরোটা ভালো করে ম্যাসাজ করা হয়ে গেলে কিছুক্ষন রেখে জল দিয়ে ধুয়ে নিন আগে। তার পর ভালো করে মাথায় শ্যাম্পু করে নিন। এই মিশ্রণটি আপনার চুলে পুষ্টি যোগাবে ও চুলকে মজবুত করবে গোড়া থেকে।

চুলে কন্ডিশনার হিসাবে জবা ফুলের ব্যবহার  

উপকরণ :

৭-৮ টা জবা ফুল

পদ্ধতি :

জবা ফুলকে চুলের কন্ডিশনার হিসাবেও ব্যবহার করা যায়। ৭-৮ তা ফুল থেঁতো করে তার রসটা ভালো করে নিংড়ে নিয়ে মাথায় মেখে নিতে হবে ভালো করে। খুব ভালো করে ম্যাসাজ করার পর হালকা গরম জলে চুলটা ধুয়ে নিলেই চুলের ঔজ্জল্যতা দেখা যাবে আর চুলের বৃদ্ধিও হবে।

Related Post