আমরা সিনেমা দেখি, ধারাবাহিক দেখি, তাতে দেখি অনেক অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করছেন। অভিনয়ের সাথে সাথে পরিচিতি ঘটে নতুন নতুন অভিনেত্রী আর নতুন কিছু অভিনেতার সাথেও। এইসব অভিনেতা অভিনেত্রীদের অভিনয়টাই বেশি প্রাধান্য পায়, শিক্ষাটা নয়। এখন ঝা চকচকে গ্ল্যামার দুনিয়ায় স্মার্টনেস আর স্টাইল টাই বেশি ইমপর্টেন্ট। এরপরেও অনুরাগীদের মনে এই ধারাবাহিকে যারা অভিনয় করেন তাদের ব্যক্তিগত জীবন নিয়ে উৎসুকতা লেগেই থাকে, তাদের শিক্ষাগত যোগ্যতা (Education Qualification) নিয়ে অনুরাগীদের প্রশ্ন থেকেই যায়।
অনেক সময় সেসব বিষয় নিয়ে বেশ জলঘোলাও হতে দেখা যায়। পর্দার অভিনেতা অভিনেত্রীরা বাস্তবে কি করছেন? তাদের জীবনসঙ্গী, বন্ধু, পরিবার এই সব কিছু নিয়েই অনুরাগীদের মাঝে উৎসুকতা লক্ষ্য করা যায়। তাই আজ আপনাদের জানাতে চলেছি বাংলা ধারাবাহিকের এমন কিছু অভিনেত্রীর কথা। যারা পর্দায় বেশ জনপ্রিয় তবে তারা পুঁথিগত শিক্ষায় কতটা এগিয়ে আসুন দেখে নেওয়া যাক।
বাংলা ধারাবাহিকের অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা (Bengali Serial actresses Education Qualification)
View this post on Instagram
মিঠাই (Mithai) : মিঠাইকে তো সকলেই চেনেন। তার আসল নাম সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। এই নাম টা এখন উহ্য। তাঁকে সবাই চেনে এই মিঠাই নামে। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ এ অভিনয় করে সে এতই জনপ্রিয় যে তাঁকে সবাই মিঠাই বলেই ডাকে। এই গ্ল্যামার দুনিয়ায় মিঠাই এর শিক্ষাগত যোগ্যতা জানেন? তিনি স্নাতক পাশ।
View this post on Instagram
ফুলঝুড়ি (Fuljhuri) : স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ধুলোকণা’ (Dhulokona)। টিআরপি তালিকাতেও বেশ শীর্ষে ছিল এই ধারাবাহিক। এই ধারাবাহিকের ফুলঝুড়ি তথা অভিনেত্রী মানালি মনীষা দে (Manali Manisha Dey)। এই অভিনেত্রী এর আগেও অভিনয় করেছেন। স্টার জলসার ‘বউ কথা কও’ ধারাবাহিকে অভিনয় করে তিনি সকলের কাছে মৌরি হিসেবে পরিচিত। এছাড়াও কাজ করেছেন জনপ্রিয় সিনেমাতেও। এই দক্ষ অভিনেত্রীর শিক্ষাগত যোগ্যতা জানেন? তিনি বালিগঞ্জের ‘অক্সফোর্ড হাউজ’ স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। তারপর কাঁকুড়গাছির ‘অমৃত একাডেমি’ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন।
View this post on Instagram
লক্ষী কাকিমা (Lakkhi Kakima) : জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষী কাকিমা সুপারস্টার’ (Lokkhi Kakima Superstar) ধারাবাহিকে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। এই অভিনেত্রীর হাসি, অভিনয়, রুপ-গুণে সবেতেই দর্শকদের বেশ কাছের। তিনি একজন দক্ষ অভিনেত্রী। তিনি যেমন করেছেন সিনেমা, তেমন অভিনয় করেছেন ছোটো পর্দায়। তার এই ধারাবাহিক সকলের বেশ জনপ্রিয়। এই অভিনেত্রীর পড়াশোনা কতদূর জানেন কী? এই অভিনেত্রী স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করেছেন।
আরও পড়ুনঃ কেউ মাধ্যমিক পাস তো কেউ করেছে MBA! রইল টলিপাড়ার তারকাদের শিক্ষাগত যোগ্যতার লিস্ট
View this post on Instagram
খড়ি (Khori) : স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’ (Gaatchora)। এই ধারাবাহিক টিআরপি তালিকায় ছিল সকলের শীর্ষে। মিঠাই ধারাবাহিক এই ধারাবাহিকের কাছেও হার মেনেছে। এই ধারাবাহিকে গড়ার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী সোলাঙ্কি রায় (Solanki Roy)। এই অভিনেত্রী ছোটো পর্দা থেকে বড় পর্দা, বড় পর্দা থেকে ওয়েব সিরিজ সবেতেই অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন। তবে অভিনয়ের পাশাপাশি এই অভিনেত্রী পড়াশোনায় বেশ দক্ষ। তিনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক পাশ করেন। এরপর আন্তর্জাতিক সম্পর্ক বিষয় নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন।