TRP তালিকায় কে পেলো প্রথম স্থান! গাঁটছড়া কি আবারও হারাল মিঠাইকে নাকি এবার ধূলোকনার পালা

প্রকাশ পেলো ধারাবাহিকের সাপ্তাহিক যুদ্দের ফলাফল। সাপ্তাহিক টিআরপি তালিকা (TRP List)। এই সপ্তাহের টিআরপি তালিকায় প্রথম স্থান হলো কার। মিঠাই কি এতো চেষ্টা করেও স্বস্থানে

Desk

who is the first position on bengali serial weekend trp list

প্রকাশ পেলো ধারাবাহিকের সাপ্তাহিক যুদ্দের ফলাফল। সাপ্তাহিক টিআরপি তালিকা (TRP List)। এই সপ্তাহের টিআরপি তালিকায় প্রথম স্থান হলো কার। মিঠাই কি এতো চেষ্টা করেও স্বস্থানে ফিরতে পারলো নাকি আবারও তাকে গাঁটছড়া দিলো জোরদার টক্কর। জানতে হলে দেখে নিন আজকের অর্থাৎ ৯ ই জুনের সাপ্তাহিক টিআরপি তালিকা। কে কাকে টক্কর দিলো তা জানতে দর্শক বেশ উৎসুক।

বিগত কয়েক সপ্তাহ যাবৎ মিঠাই গাঁটছড়া আর ধূলোকনার মধ্যে টিআরপি তালিকায় (TRP List) টক্করটা দর্শকের কাছে বেশ উপভোগ্য। অনেকটা টোয়েন্টি টোয়েন্টি ম্যাচের মতো। কে কাকে কতটা টেক্কা দিতে পারলো সেটা দেখতে দর্শক মনোযোগ দিয়ে রেখেছেন। এছাড়া ভক্তদের মাঝে ছোট্ট লড়াই তো আছেই। কেউ মিঠাই প্রেমী তো কেউ গাঁটছড়া প্রেমী আবার কেউ বেশি পছন্দ করেন ধূলোকনার লালন ফুলঝুড়িকে। তবে এমনও কিছু দর্শক আছেন যারা সবাইকেই কমবেশি ভালোবসেন।

12th may bengali serial trp list gatchora first mithai second dhulokona third 1

 

এই সপ্তাহের বাংলা সিরিয়ালের সেরা দশের টিআরপি তালিকা (Bengali Serial Top 10 TRP List)

মিঠাই – ৮.৩ (প্রথম)

গাঁটছড়া – ৭.৭ (দ্বিতীয়)

মন ফাগুন – ৭.৬ (তৃতীয়)

আলতা ফড়িং / ধূলোকনা – ৭.৪

গৌরী এলো – ৭.২

লক্ষী কাকিমা সুপার ষ্টার – ৬.৯

এই পথ যদি না শেষ হয় / অনুরাগের ছোঁয়া / উমা – ৫.৯

আয় তবে সহচরী – ৫.৭

খেলনা বাড়ি – ৫.৫

লালকুঠি – ৫.৩

এই সপ্তাহের টিআরপি তালিকায় অবশেষে অবসান ঘটলো দর্শকের দীর্ঘ অপেক্ষার। গাঁটছড়াকে হারিয়ে মিঠাই পৌঁছলো প্রথম স্থানে। গাঁটছড়া দ্বিতীয়। তবে ধূলোকনা তার তৃতীয় স্থান ধরে রাখতে পারলো না। সে চলে গাছে অনেকটাই পিছনে। গৌরী এলো তালিকায় সেরা ১০ এ জায়গা পেয়েছে। এছাড়া নতুন ধারাবাহিক জী বাংলার খেলনা বাড়িও সেরা ১০ এ তালিকায় জায়গা করে নিতে সক্ষম হয়েছে।

ধারাবাহিক ছাড়াও চ্যানেলে অনুষ্ঠিত নন ফিকশন শো গুলি কে কত পয়েন্ট প্রাপ্ত করেছে এক নজরে দেখে নিন। জী বাংলায় অনুষ্ঠিত রান্নাঘর পেয়েছে ১.০ পয়েন্ট। দিদি নং ১ পেয়েছে ২.৫ পয়েন্ট। দাদাগিরি সিজন ৯ শেষ সপ্তাহের প্রাপ্ত পয়েন্ট ৪.৩ । ষ্টার জলসার ইস্মার্ট জোড়ি এই সপ্তাহে পেয়েছে ৩.৩ পয়েন্ট।

× close ad