‘ঠাম্মি’র পর উধাও আরও এক চরিত্র, সিরিয়াল ছাড়লেন ‘চয়ন’ উদয়! জানালেন কারণ

Neem Phooler Madhu-Chayan : ধারাবাহিক চলতে চলতে হঠাৎ কোনো অভিনেতাকে যখন দেখা যায়না, তখন সকলেরই মনখারাপ হয়। সকলেই খুঁজতে থাকেন সেই অভিনেতাকে। দেখতে না পেয়ে

Saranna

why actor uday pratap singh not seen on serial

Neem Phooler Madhu-Chayan : ধারাবাহিক চলতে চলতে হঠাৎ কোনো অভিনেতাকে যখন দেখা যায়না, তখন সকলেরই মনখারাপ হয়। সকলেই খুঁজতে থাকেন সেই অভিনেতাকে। দেখতে না পেয়ে প্রথমত যে প্রশ্নটা আগে আসে, সেটা হল অভিনেতা কি ছেড়ে দিলেন ধারাবাহিক? আর কি ফিরবেন না? ইত্যাদি ইত্যাদি। এরকমই এক অভিনেতা পড়লেন প্রশ্নের মুখে। জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু'(Neem Phooler Madhu)চয়ন (Chayan)। 

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা হলেন উদয় প্রতাপ সিং(Uday Pratap Singh)। কখনো তিনি কিঞ্জল আবার কখনো তিনি চয়ন। সব চরিত্রেই তিনি মানানসই, সব চরিত্রেই তিনি জনপ্রিয়। আর তাই  উদয় প্রতাপ নামের থেকে সকলেই তাঁকে চেনেন এই চরিত্রগুলোর নামে। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ তে কিঞ্জলের চরিত্রে অভিনয় করছিলেন।

কিন্তু কিঞ্জলের মৃত্যু দেখানো হয়, তাই ধারাবাহিকে আর দেখা যাচ্ছে না। কিঞ্জল চরিত্রের আগে তাঁর দেখা মিলেছিল চয়ন চরিত্রের। যে চরিত্রের দেখা পাওয়া গিয়েছিল, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ তে। কোন গোপনে মন ভেসেছের পার্ট শেষ হতেই আবার চলে যান নিম ফুলের মধুতে। বেশ কয়েকদিন দেখা মিলছিল। কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। কিন্তু কেন? আবার কি হল?

নিম ফুলের মধুতে চলছে এখন ধুন্ধুমার পর্ব। কিন্তু এই সুন্দর এপিসোডে দেখা মিলছেনা চয়নের। কোথায় গেলেন উদয়? জানা যাচ্ছে,  সবেমাত্র শেষ হয়েছে সিসিএল অর্থাৎ সেলিব্রেটি ক্রিকেট লিগ। যার অন্যতম প্রধান খেলোয়াড় ছিলেন উদয় প্রতাপ। বেশ ভালো ভাবেই খেলা হয়েছে, জিতেছেন ট্রফি। ম্যাচ শেষ হতেই লিখেছেন, ভ্যাকেশন মুড অন।

 

View this post on Instagram

 

A post shared by Uday Pratap Singh (@pratapud)

তার মানে বোঝাই যাচ্ছে তিনি এখন বিরতি নিয়েছেন। বিরতি কাটিয়ে খুব শীঘ্রই ফিরবেন টিভির পর্দায়। উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’। তিরুঅনন্তপুরমের ‘গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম’-এ ‘কর্ণাটক বুলডোজার’ আর ‘বেঙ্গল টাইগার্স’ এর খেলা শুরু হয়। ১৭ মার্চ ছিল ফাইনাল। ফাইনালে জিতে যায় বেঙ্গল টাইগার্স। সেখানে একজন প্লেয়ার ছিলেন অভিনেতা উদয় প্রতাপ। 

Related Post