মিঠাই থেকে উমা দেবী রূপে সব জী কন্যারা থাকলেও বাদ পড়ল উর্মি! এমনটা কেন? ক্ষোভ প্রকাশ দর্শকদের

পুজোর আর বেশিদিন বাকি নেই, চারিদিকে উৎসবের আমেজে ভরপুর শরতের আকাশ। মাঠের কাশফুল জানান দেয় পুজো আসছে। মহালয়ার ভোর জানান দেয়, পুজো এসে গেছে দ্বারে,

Saranna

why annwesha hazra not seen in zee bangla mahalaya program angry netizen's

পুজোর আর বেশিদিন বাকি নেই, চারিদিকে উৎসবের আমেজে ভরপুর শরতের আকাশ। মাঠের কাশফুল জানান দেয় পুজো আসছে। মহালয়ার ভোর জানান দেয়, পুজো এসে গেছে দ্বারে, শুধু অপেক্ষা দ্বার খোলার। সারাবছর সবাই একটা উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন, সেটা হল দূর্গাপূজা। বাঙালি বলবনা শুধু, ভারতবাসী তথা এখন গোটা বিশ্বের বড় উৎসব হল দূর্গাপূজা। এবারের জী বাংলার (Zee Bangla) মহালয়া অনুষ্ঠানকে ঘিরে প্রথম থেকেই তর্ক বিতর্ক শুরু হয়েছে। 

এখন টিভিতেই বেশিরভাগ মানুষ শ্রবণ আর দর্শনের মাধ্যমে মহিষাসুরমর্দিনী দেখে মানুষ মহালয়ার দিনটি উপভোগ করেন। তবে সেখানেও প্রিয় অভিনেত্রীদের দেবী দুর্গার রূপ দেখতে পেয়ে দর্শক বেশ খুশিই হন। তবে এবারের জী বাংলার মহালয়ার প্রোমোতে সকলকে দেখা গেলেও দেখা গেলো না উর্মিকে অর্থাৎ অভিনেত্রী অন্বেষা হাজরাকে (Annwesha Hazra)। দূর্গাপূজার আগে মহালয়ার ভোরে ‘আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির, ধরনীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা’ এই শ্লোক জানান দেয়, মা দূর্গা আমাদের দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। পুজো পুজো ভাব জাগরিত হয় সারা দেহে। হয়ত আর সবার বাড়িতে আগের মত রেডিওতে আর বাজে না, তবে কিছু কিছু বাড়িতে এখনও রেডিও বাজে।  

annwesha hazra missing on zee bangla singhobahini trinoyoni program

সেই কারণে চ্যানেল কর্তৃপক্ষও প্রতি বছর তাদের নিজস্ব চ্যানেলে বিভিন্ন ভাবে, বিভিন্ন নায়িকাদের দ্বারা মহিষাসুরমর্দিনী অনুষ্ঠিত করেন। এই যেমন কালার্স বাংলায় এবারে দেবী দূর্গার রূপে থাকছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং পাশাপাশি থাকছেন আরও বিশিষ্ট অভিনেত্রীরা। স্টার জলসায় মহিষাসুরমর্দিনী মা দুর্গার রূপে থাকছেন অভিনেত্রী সোনামণি সাহা। 

আর জি বাংলায় মহিষাসুরমর্দিনী মা দুর্গার রূপে থাকছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। গত বছরেও এই অভিনেত্রীই ছিলেন, আর এবছরেও তাই। দর্শকরা একটু রেগে গিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষের উপর। কিন্তু এই রাগের মাত্রা আরও বেড়ে গেল, যখন তারা দেখলেন, সব অভিনেত্রীই রয়েছেন, শুধু নেই তাদের পছন্দের অভিনেত্রী। 

zee bangla singhobahini trinoyoni

এবারের জি বাংলায় অনুষ্ঠিত মহিষাসুরমর্দিনীর নাম দেওয়া হয়েছে, ‘সিংহবাহিনী ত্রিনয়নী’। শুভশ্রী গাঙ্গুলীকে দেখা যাচ্ছে অসুর বিনাসিনী দূর্গা রূপে। আর তাঁর সাথে দেখা যাচ্ছে, আরও ধারাবাহিকের মুখ্য অভিনেত্রীদের। মিঠাই, গৌরী, রঞ্জা ও হংসিনী সবাইকে। কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছেনা, ‘এই পথ যদি না শেষ হয়’ এর উর্মি তথা অভিনেত্রী অন্বেষা হাজরাকে।

আরও পড়ুনঃ ‘প্রত্যেক বছর একজনই দূর্গা, দর্শকের ইচ্ছার কোনো মূল্য নেই?’! মহালয়ার প্রোমো দেখে ক্ষুব্ধ দর্শক

এরপরই ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘অন্বেষা দি নেই, ধুর!’। একজন তো শুধু উর্মি নয়, উর্মির পাশাপাশি খোঁজ করেছেন, অনামিকা, মিতুল, পিলুকেও। একজন তো লিখেছেন, ‘এই মহালয়া আর দেখবনা, আপনারা কোনো বারেই অন্বেষা দিকে রাখেননা। ‘ সবাই আশাহত হয়েছেন উর্মি নেই বলে। এখন দেখা যাক, ২৫ তারিখে উর্মির দেখা মেলে কি না? 

× close ad