টপার থেকে ক্রমশ নিম্নমুখী টিআরপি, কারণ জানিয়ে বিস্ফোরক খোদ সূর্য অভিনেতা দিব্যজ্যোতি!

Anurager Chowa Surja : স্টার জলসার (Star Jalsha) টিআরপি টপার হোক বা বাংলা ধারাবাহিকের টিআরপি টপার এই দুই বাক্য এতদিন যার আগে বসত। সেই ধারাবাহিকটি

Saranna

why anurager chowa serial trp fall openup surja aka dibyojyoti dutta

Anurager Chowa Surja : স্টার জলসার (Star Jalsha) টিআরপি টপার হোক বা বাংলা ধারাবাহিকের টিআরপি টপার এই দুই বাক্য এতদিন যার আগে বসত। সেই ধারাবাহিকটি হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। এখন আর এই ধারাবাহিকের আগে এই ব্যাখাটা যাচ্ছে না। খুবই খারাপ অবস্থা ‘অনুরাগের ছোঁয়া’র। কেন এমন হল? কি বলছেন মুখ্য অভিনেতা জেনে নিন। ৭ ফেব্রুয়ারি ২০২২ এ টিভির পর্দায় সম্প্রচার শুরু হয়েছিল উক্ত ধারাবাহিকটি।

ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন স্বস্তিকা ঘোষ এবং দিব্যজ্যোতি দত্ত। এই দুই মানুষ দর্শকদের বেশ পছন্দের। প্রথম দিকে ধারাবাহিকটি টিআরপি দিতে পারেনি। কিন্তু তারপর বেশ টিআরপি দিয়েছিল। টানা ছ মাস টিআরপি তালিকায় প্রথম স্থানে ছিল। বিশ্বকাপ আর দুর্গাপুজোর চক্করে টিআরপি একদম তলানিতে।

anurager chhowa serial surja return with mishka

যে ধারাবাহিক এতদিন ধরে প্রথমে ছিল, তার থেকে এমনটা আশা করা খুবই কষ্টের। বর্তমানে ধারাবাহিকটি রয়েছে চতুর্থ নম্বরে, প্রাপ্ত নম্বর ৭.০। নম্বর কম হওয়ার জন্য অনেকেই অনেক কারণ তুলে ধরেছেন। কেউ বলছেন সূর্য দীপার দূরত্ব। আবার কেউ বলছেন বিশ্বকাপ এবং দুর্গাপূজা। দিব্যজ্যোতি দত্ত কী বলছেন? 

অভিনেতা জানান, ‘টিআরপি ওঠা নামা তো থাকবেই। টিআরপি নিয়ে ভাবার জন্য নির্মাতা রয়েছেন। কিন্তু এটা নিয়ে যদি হতাশ হই বা সারাদিন ভাবতে থাকি। তাহলে শট দিতে পারব না, সংলাপ ভুলে যাব। আমার হাতে যেটুকু আছে আমি সেটা করি। আমি যখন চুনি পান্না করতাম তখন ওটিও স্লট লিডার হয়নি। আমি হতাশ হইনি। তবে হ্যাঁ অনুরাগের ছোঁয়াকে পুরানো জায়গায়  ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করব।’ 

anurager chowa serial surja deepa get divorce for mishka

এর পাশাপাশি তিনি জানান, ‘আমার দাদা লস অ্যাঞ্জেলেসে থাকেন। সেখানে একটি বাঙালি রেস্তোরায়  খেতে গিয়েছিলেন, সেখানে দেখেন টিভিতে চলছে অনুরাগের ছোঁয়া। সেই ছবিটা আমাকে পাঠিয়েছিলেন। অনুরাগের ছোঁয়া দেশের বাইরেও চলে। এতগুলো মানুষের যেখানে ভালোবাসা আছে  তখন টিআরপির কথা মাথায় রেখে কাজের বারোটা বাজালে চলবে না।’

Related Post