ধুমধাম করে বিয়েতে বিচ্ছেদের ঝুঁকি! সমীক্ষা বলছে অল্প খরচে বিয়েই নাকি হবে দীর্ঘস্থায়ী

বিয়ে (Weeding) নিয়ে সকলেরই একটা আলাদা স্বপ্ন থাকে। বিয়ের পোশাক, সাজগোজ, গহনা, তত্ত্ব, খাবার, আলো এমন অনেক বিষয় নিয়ে নানাজনের নানা মত চলে বিয়েকে কেন্দ্র

Desk

why intimate weeding are better researcher give reasons

বিয়ে (Weeding) নিয়ে সকলেরই একটা আলাদা স্বপ্ন থাকে। বিয়ের পোশাক, সাজগোজ, গহনা, তত্ত্ব, খাবার, আলো এমন অনেক বিষয় নিয়ে নানাজনের নানা মত চলে বিয়েকে কেন্দ্র করে। এছাড়াও বিয়ে কোথায় হবে ? লজ কিরকম? ডেস্টিনেশন ওয়েডিং হলে লোকেশন কোনটা ভালো হবে ? বিয়ের কোন অনুষ্ঠানে কোন পোশাক পড়া যাবে ? কি রঙের পোশাক কতটা মানাবে ?এমন অনেক কিছুই থাকে বিয়ের লিস্টে।

কিন্তু এতো আড়ম্বর, এতো আয়োজন, লোকজন নিমন্ত্রণ করে খাওয়ানো এতো সবকিছুর পরে যদি বিয়ে (Weeding) না টেকে। বা কোনো কারণে বিচ্ছেদ ঘটে সেটা খুব খারাপ একটা বিষয় হয়ে দাঁড়ায় তখন। সকলের মনেই একটা তীব্র খারাপ লাগা কাজ করে থাকে। উপরন্তু বিয়েতে নিমন্ত্রনে উপস্থিত থাকা অতিথিরাও সমালোচনা করতে ছাড়েনা।

intimate weeding are better researcher give reasons

 

গবেষণা কি বলছে : (Resarch of Weeding)

তবে সম্প্রতি এক গবেষণা জানাচ্ছে, ধুমধাম করে, আড়ম্বর করে বিয়ে না করে যদি ছোট খাটো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হয় তাহলে নাকি সেই সমস্ত বিয়েই হয় দীর্ঘস্থায়ী। আর আড়ম্বর, আলো, সানাই সব মিলিয়ে ধুমধাম করে বিয়ে করলে সেই বিয়ের আয়ু বেশিদিনের হয় না। সেই বিয়েতে বিয়ের পরপরই থাকে অনেক অশান্তি, গঞ্জনা, দূরত্ব সৃষ্টি আর অবশেষে বিচ্ছেদ।

আরও পড়ুনঃ হ্যাকিং বন্ধ! সাইবার নিরাপত্তায় তিন বাঙালি গবেষক দিলেন নতুন পথের দিশা

আসলে এক সমীক্ষায় দেখা গেছে ধুমধাম ও আড়ম্বরের সাথে বিয়ে করলে সেই বিয়েতে অনেক খরচ করতে হয়। বেশ মোটা অংকের টাকা খরচ করতে লাগে এইভাবে বিয়েতে। আর সেই টাকার জন্য বিভিন্ন সময় লোন বা ধার দেনাও করতে হয়। আর ধার-দেনা বা লোনের চক্করে সংসারে লেগে থাকে নিত্য অশান্তি। আর সেই অশান্তি এক পর্যায়ে গিয়ে চরমে ওঠে আর বিয়ে বিচ্ছেদ অবধি গড়িয়ে যায়।

আরও পড়ুনঃ সাড়ে ৯টাকা পর্যন্ত দাম কমল পেট্রল ডিজেলের, বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের

কিন্তু স্বল্প ব্যয়ে বিয়ে করলে, বা বেশি ধুমধাম আড়ম্বর করে বিয়ে না করে ছোট অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করলে খরচের পরিমান অনেক কমে যায়। আর বিয়ে বাবদ জমিয়ে রাখা বা বিয়েতে খরচ করার মতন রাখা টাকার অনেকটাই বেঁচেও যায়। বিয়ের ধুমধাম ছেড়ে বরং সেই অতিরিক্ত টাকা দিয়ে নতুন দম্পতি তাদের স্বপ্নের কোনো জায়গায় হানিমুন করতে যেতে পারবেন বা পারেন। আর তাতে বিচ্ছেদের তুলনায় ভালোবাসা আরও দৃঢ় হয়। সম্পর্কও গভীর হয়।

× close ad