সময়ের আগেই মায়ের চরিত্র কেন? প্রায় ২৫ বছর পর্দা থেকে সরে থাকার কারণ জানালেন পিলু অভিনেত্রী

ঠোঁটের নীচে তিল, টানা টানা চোখ, দুধের মত গায়ের রঙ, কন্ঠস্বরে রয়েছে সমপরিমাণ মিষ্টতা এই সকল গুণের অধিকারী যিনি, তিনি হলেন অদিতি চ্যাটার্জী (Aditi Chatterjee)।

Saranna

why was actress aditi chatterjee behind the scenes for almost 25 years

ঠোঁটের নীচে তিল, টানা টানা চোখ, দুধের মত গায়ের রঙ, কন্ঠস্বরে রয়েছে সমপরিমাণ মিষ্টতা এই সকল গুণের অধিকারী যিনি, তিনি হলেন অদিতি চ্যাটার্জী (Aditi Chatterjee)। চিনতে পারছেন? কার কথা এখানে বলা হচ্ছে। মনে পড়ে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এক আকাশের নিচে’ (Ek Akasher Niche)-র নন্দিনী কে। কিংবা তার আগে রূপকথা ধারাবাহিকের অভিনেত্রীও বলতে পারেন তাকে। শ্বাশ্বত চট্টোপাধ্যায়ের (Saswata Chatterjee) বিপরীতে ‘এক আকাশের নিচে’ সিরিয়ালে তাঁর অভিনয় যথেষ্ট সাড়া ফেলে দিয়েছিল। এমনকি তিনি অভিনয় করেছেন ঋতুপর্ণ ঘোষের (Rituparno Ghosh) ‘দহন’ সিনেমাতেও।

এছাড়াও নব্বই দশকের অনেক সিনেমাতেই অদিতি চ্যাটার্জী অভিনয় করেছেন। তাঁকে অভিনয় করতে দেখা গেছে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা অভিনীত ‘তোমাকে চাই’ (1996) সিনেমায়। তারপর একে একে ‘মাটির মানুষ’ , ‘সবার উপরে মা’,’নয়নের আলো’,’কলঙ্কিনী বধূ’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন। তবে অভিনেত্রী বিখ্যাত হয়েছিলেন এক আকাশের নীচে ধারাবাহিকের মধ্যে দিয়ে। তাঁকে শেষবার দেখা গিয়েছে ‘দহন’ সিনেমায়। কেরিয়ার যখন মধ্যগগনে হঠাৎ তিনি উধাও।

why was actress aditi chatterjee behind the scenes for almost 25 years

একসময় যে অভিনেত্রী বড় পর্দায় অভিনয় করেছেন করেছেন বুম্বাদার সাথে  অজানা সেই অভিনেত্রী বর্তমানে  অভিনয় করছেন ছোটো পর্দায়, মা , কাকিমার চরিত্রে। বর্তমানে তিনি অভিনয় করছেন জি বাংলার ‘পিলু’ ধারাবাহিকে পিলুর শাশুড়ির ভূমিকায়। তবে যে অভিনেত্রীর শুরুটাই হয়েছিল বড় পর্দা দিয়ে আজ ভাাগ্যের জেরে সেই অভিনেত্রী ছোটো পর্দায়। তবে তাঁর আক্ষেপ নেই, অভিনেত্রী এটাকে ভবিতব্য বলে মেনে নিয়েছেন।

তিনি বলেন, ‘এটা একটা ধারা, বলিউডেও এই ধারা অব্যাহত মা আর ছেলে সমবয়সী। আমার থেকে যারা ছোটো তারাও এটাকে মেনে নিয়েছে। একটা বয়সের পর এটা মেনে নিতেই হয়’। বড় পর্দায় না কাজ করলেও ছোটো পর্দার তিনি জনপ্রিয় অভিনেত্রী। নায়িকার চরিত্রে তিনি নাই বা অভিনয় করলেন, তবে মা-শাশুড়ি-কাকিমার চরিত্রে তিনি অনবদ্য। কখনও তাঁকে নেগেটিভ চরিত্রে দেখা যায়নি। সবসময় পজিটিভ মমতাময়ী চরিত্রে দেখা গিয়েছে। আর তাই তো দর্শকরা তাঁকে খুবই পছন্দ করেন।

why was actress aditi chatterjee behind the scenes for almost 25 years

‘দহন’ সিনেমায় অভিনয়ের ২৫ বছর পর তিনি আবার ফিরছেন বড় পর্দায়। এই খবর শুনে তাঁর অনুরাগীরা আপ্লুত। তাঁকে দেখা যাবে নতুন সিনেমা ‘কথামৃত’ তে। এই সিনেমাতে অভিনয় করার জন্য তাঁকে জোর করেছিলেন বিশ্বনাথ। তাঁর জোরাজুরিতে এই সিনেমায় অভিনয় করছেন। তাঁর চরিত্রের নাম অনন্যা, আর তাঁর বিপরীতে থাকবেন বিশ্বনাথ বসু।

আরও পড়ুনঃ ‘সাক্ষাৎ জগদ্ধাত্রী’, প্রোমো দেখেই মুগ্ধ দর্শকেরা! রইল ‘জগদ্ধাত্রী’ অভিনেত্রীর আসল পরিচয়

কিন্তু হঠাৎ পঁচিশ বছর পর কেন? এ বিষয়ে তিনি জানান, ‘আমি অনেক আগেই ফিরতাম। সংসার করব বলে ইন্ডাস্ট্রি থেকে কিছুটা দূরে ছিলাম। কিন্তু সেই সংসার ভেঙেছে। যা ঘটেছে নিয়তি বলে মেনে নিয়েছি’। তাই দ্বিতীয় পরিবারে আবারও ফিরে এসেছেন তিনি।

× close ad