কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, খুব শীঘ্রই আসছে দাদা সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) বায়োপিক। তবে স্বয়ং সৌরভ গাঙ্গুলীর চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে বেশ জল্পনা চলছিল। একবার শোনা গিয়েছিল, রণবীর কাপুরের নাম। কিন্তু তা বাতিল হয়েছে। তবে এই সবের মাঝে দেখা গেল সৌরভের সঙ্গে যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানের বিস্তর আলোচনা।
সৌরভ গাঙ্গুলী নিজের মুখেই বলেছিলেন, আমার ইচ্ছা আমার বায়োপিকে অভিনয় করুক রণবীর কাপুর। আর তা থেকেই দর্শকরা ভেবেছিলেন রণবীরই হয়ত সৌরভ গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করবেন। কারণ নির্মাতারা চাইবেন তাঁর ইচ্ছার মর্যাদা দিতে। কিন্তু তারপরেই জানা গিয়েছিল, দাদার চরিত্রে অভিনয় করবেন অভিনেতা আয়ুষ্মান খুরানা।
কিন্তু এই সবের মাঝে এই জল্পনাকে আরও উষ্কে দিল বুধবারের একটি ঘটনা। বুধবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলছিল দিল্লি ক্যাপিটালসের অনুশীলন। আর সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং সৌরভ গাঙ্গুলী। আর এখানেই হঠাৎ হাজির হন যশ নুসরত। সৌরভের সঙ্গে আধ ঘন্টা ধরে বৈঠক সারেন। কিন্তু হঠাৎ কেন দুই তারকার উপস্থিতি? এতক্ষণ কি কথা হল? সেটাই এখন চর্চার মূল বিষয়। আর এই ঘটনায় উঁকি মারছে বায়োপিকের অভিনয়।
তবে শুধুমাত্র যশ-নুসরত সেখানে ছিলেননা, সেখানে উপস্থিত ছিলেন এক বেসরকারি সংস্থার কর্ণধার। আর তা দেখে ভাবা হচ্ছে, হতে পারে বিজ্ঞাপনের শুটিং নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। তবে এখনও এই বিষয়ে যথার্থ কিছু জানা যায়নি। তবে নুসরত জানিয়েছেন, ‘এটা শুধুমাত্র আলাপচারিতা’।
উল্লেখ্য, দাদার চরিত্রে রণবীরের অভিনয় প্রসঙ্গে সৌরভের এক বন্ধু সঞ্জয় দাস কয়েক মাস আগে জানান, ‘ছবি নিয়ে এখনও কিছু ঠিক হয়নি। তবে সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন তা ঠিক করতে এখনও আমাদের ৮-৯ মাস সময় লাগবে। রণবীর কাপুর সৌরভের চরিত্রে অভিনয় করবেন এটা পুরোটাই রটনা। এই সময়ে দাঁড়িয়ে এটাই আমি বলতে পারি’।