Business Idea : বর্তমানে চাকরির খুবই অভাব। সকলেই হন্যে হয়ে চাকরি খোঁজে। কিন্তু চাকরি পাই কোথায়। আর পেলেও তেমনভাবে আয় হয়না। যারা কাজ করেন তাদের কাছে যদি কোনো বাড়তি ইনকামের রাস্তা থাকে তাহলে তো সোনায় সোহাগা। এছাড়াও যারা কাজ পাননি, তাদেরও বাড়িতে বসে যদি কাজের সুযোগ হয় অর্থাৎ ব্যবসা (Business) করতে পারেন। তাহলে তো বেশ ভালোই হয়। সেরকমই একটা কাজ হল রিসেল বিজনেস (Resell Business)।
কোনো একটি জিনিস কিনে আবার সেটিকে বিক্রি করে দেওয়া। এই ব্যবসা করে সকলেই বেশ লাভবান হচ্ছেন। কীভাবে এই ব্যবসা করবেন? ধরুন আপনি একটি সাইটে দেখলেন একটা ব্র্যান্ডেড জামার দাম হাজার টাকা, অন্য আর একটা সাইটে দেখলেন সেই একই জামার দাম ৮০০ টাকা। আবার অন্য আর একটা সাইটে দেখলেন সেই জামার দাম ৫০০ টাকা।
যেখানে কম দামে বিক্রি হচ্ছে, সেখান থেকে জামাটা কম দামে কিনে অনলাইন সাইটে বেশি দাম এবং ২০% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে হবে। এভাবেই হবে রিসেল বিজনেস। আপনাকে প্রথমে প্ল্যাটফর্ম খুঁজতে হবে, কোথায় বেশি দামে বিক্রি হচ্ছে, আর কোথায় কম দামে বিক্রি হচ্ছে। এরপরে আপনি প্রোডাক্ট গুলো সংগ্রহ করে বিক্রি করুন।
কোথায় বিক্রি করবেন?
সবই তো হল এবার মনে হচ্ছে তো জিনিসগুলো তো কিনলাম কিন্তু বিক্রিটা করব কোথায়? বিক্রি করতে হবে ই-কমার্স সাইটে। যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন এবং মিশো। এই তিন সাইটে বিক্রি করতে পারেন।
আরও পড়ুনঃ কোথাও যেতে হবেনা, বাড়ি বসেই আপডেট হবে আঁধার! জানুন পদ্ধতি
মার্কেটিং কীভাবে করবেন?
মার্কেটিংয়ের জন্য গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, ইন্সটাগ্রাম অ্যাড ব্যবহার করুন। এই অ্যাড থেকেও ইনকাম করতে পারবেন। তাহলে আর দেরি কেন? ধীরে সুস্থে বাড়িতে বসে ইনকাম করুন। আপনার ইনকাম নির্ভর করবে সেলের উপর। আপনার যত বেশি সেল হবে, তত বেশি ইনকাম হবে। তবে সেলের জন্য মাথায় রাখতে হবে প্রোডাক্ট কোয়ালিটি। প্রোডাক্ট কোয়ালিটি যদি ভালো হয় তবেই আপনার বিক্রি হবে। আর যদি প্রোডাক্ট কোয়ালিটি খারাপ হয়, তাহলে রিটার্ন হবে প্রোডাক্ট, এতে ব্যবসার ক্ষতি হবে।