ব্রেন সার্জারির পর বউ হল বৌদি! বড় চমক আসন্ন আনন্দী সিরিয়ালে, প্রকাশ্যে প্রোমো

জি বাংলার পর্দায় ‘আনন্দী’ (Anandi) দেখার জন্য রীতিমত অপেক্ষায় থাকেন দর্শকেরা। আসলে অন্বেষা হাজরা ও ঋত্বিক মুখোপাধ্যায়ের জুটির অভিনয় যেমন তেমনি ধারাবাহিকের কাহিনীও। তবে এবার

Nandini

zee bangla anandi serial new twist promo released

জি বাংলার পর্দায় ‘আনন্দী’ (Anandi) দেখার জন্য রীতিমত অপেক্ষায় থাকেন দর্শকেরা। আসলে অন্বেষা হাজরা ও ঋত্বিক মুখোপাধ্যায়ের জুটির অভিনয় যেমন তেমনি ধারাবাহিকের কাহিনীও। তবে এবার বড়সড় টুইস্ট আসতে, চলেছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এল তার ঝলক।

আনন্দী সিরিয়ালে নয়া চমক

সম্প্রতি জি বাংলার তরফ থেকে যতীন একটি প্রোমো শেয়ার করা হয়েছে সেখানেই দেখা যাচ্ছে নার্সিংহমার সকলে এমনকি আনন্দী নিজেও বেশ চিন্তিত। কেন? কারণ অপারেশনের ফলে আদি প্রাণে বেঁচে গিয়েছে ঠিকই কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে। সেটা হল স্মৃতি শক্তি হারিয়েছে আদি।

ভিডিওতে দেখা যাচ্ছে, চিকিৎসক নয় একেবারে ভোলপাল্টে ডাক্তার ও নার্সদের মাঝে হাজির আদি। এসেই বলে ওঠে., ‘একদম ঠিক আছি বৌদি, ডিসচার্জ দিন বাড়ি যাব’। হ্যাঁ ঠিকই দেখছেন নিজের বৌকেই বৌদি বলছে। যদিও এই সমস্যার মুখে পড়ে হার মেনে নেওয়ার পাত্রী আনন্দী নয়। তাই বোঝাই যাচ্ছে এবার স্মৃতিশক্তি ফেরাতে বেশ কিছু চমক আসন্ন সিরিয়ালে।


প্রসঙ্গত, নতুন রূপে আদিকে দেখে কিছুটা স্বস্তি পেলেও অনেকেই প্রশ্ন ছুড়েছেন। ব্রেন সার্জারির পর কিভাবে চুল গজিয়ে গেল থেকে শুরু করে অপারেশনের পরের দিনেই কিভাবে এত সুস্থ? এমন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।