জি বাংলা একেবারে ছক্কা মারছে। এতদিন একের পর এক ছক্কা হাঁকিয়েছে স্টার জলসা। আমরা দেখতে পেয়েছি, একের পর এক নতুন ধারাবাহিকের দেখা মিলেছিল স্টার জলসার পর্দায়। আর সাথে সাথে অবসান ঘটে পুরানো ধারাবাহিকের। হু হু করে বন্ধ করে দেওয়া হয়, পুরানো ধারাবাহিক গুলো। এবার জি বাংলাও হাঁটলো সেই পথেই। একের পর এক পুরানো ধারাবাহিক বন্ধ করে দিয়ে, নতুন ধারাবাহিকের সূচনা ঘটাল।
জি বাংলার (Zee Bangla) পর্দায় ইতিমধ্যেই দেখা গেছে চারটে নতুন ধারাবাহিকের দেখা। তিনটে ধারাবাহিক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, ‘নিম ফুলের মধু’ , ‘তোমার খোলা হাওয়া’ আর ‘সোহাগ জল’। আরও একটি ধারাবাহিকের প্রোমো এসে গেছে, কিন্তু এখনও শুরু হয়নি, তা হল ‘রাঙা বউ’। কিন্তু এই সবের মাঝেই দেখা গেল, একটা নতুন খবর। এসে গেল নতুন ধারাবাহিক ‘মন দিতে চাই’ (Mon Dite Chai) এর প্রোমো।
এই ধারাবাহিকে অভিনয় করছেন ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের সাত্যকি তথা অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়। আর ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকের বরফি তথা অভিনেত্রী অরুণিমা হালদার। প্রোমোর সাথে সাথেই দেখা মিলল টাইম স্লটেরও। আগামী ২ জানুয়ারি থেকে রাত সাড়ে দশটায় জী বাংলার পর্দায় দেখা যাবে এই সিরিয়াল। এই গল্পে অভিনেত্রীরা চার বোন। অভিনেত্রী অরুণিমার পাশাপাশি এক বোনের চরিত্রে দেখা পাওয়া যাবে উমা অভিনেত্রী আলিয়ার। অর্থাৎ অভিনেত্রী শ্রীতমা মিত্রকে।
ধারাবাহিকের কাহিনীতেই দেখা যাচ্ছে, একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ঝোলা কাঁধে নিয়ে বাড়িতে এসে মা কে জানায়, সে খুব বড় অর্ডার পেয়েছে, ৩০ হাজার টাকার। এরপর তার মা জিজ্ঞাসা করে কে দিয়েছে এত টাকা। সে জানায়, সোমরাজ ব্যানার্জি দিয়েছে। তারপর দেখা যায় সোমরাজকে। একজন অহংকারী ছেলে সোমরাজ ব্যানার্জি, সে তার সাফল্যের জন্য নিজেকেই ক্রেডিট দিতে চান।
তিনি বলেন, তার জীবনে নারী শুধু বাঁধার সৃষ্টি করে। তার মতে, একজন পুরুষের সাফল্যের পিছনে নারী শুধু বাঁধার সৃষ্টি করে। আর এই কথা শুনে তার অর্ডার ফেরত দিয়ে দেয় নায়িকা। প্রথমেই শুরু সেই ঝগড়া দিয়ে। একজন মধ্যবিত্ত মেয়ের সাথে একজন উচ্চবিত্ত অহংকারী পুরুষের ঝগড়ার কেমিস্ট্রি দিয়েই শুরু হচ্ছে এই ধারাবাহিকের পথচলা। বেশ আগ্রহী হয়ে রয়েছেন ধারাবাহিকের দর্শকরা।