ব্যাক টু ব্যাক চালু হচ্ছে নতুন মেগা! টাইম স্লট ঘোষণা করল জি বাংলা

গত কয়েক সপ্তাহ ধরে একাধিক নতুন সিরিয়ালের প্রোমো যেমন সামনে এসেছে তেমনি কিছু মেগা শুরুও। হয়েছে ইতিমধ্যেই জি বাংলার (Zee Bangla) পর্দায় দুটি নতুন ধারাবাহিক

Nandini

zee bangla new serial timeslot announced

গত কয়েক সপ্তাহ ধরে একাধিক নতুন সিরিয়ালের প্রোমো যেমন সামনে এসেছে তেমনি কিছু মেগা শুরুও। হয়েছে ইতিমধ্যেই জি বাংলার (Zee Bangla) পর্দায় দুটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে। তবে এবার তৃতীয় মেগার টাইমস্লট ঘোষণা করলে চ্যানেল কর্তৃপক্ষ। নাম কি আর কবে কটা থেকে হবে সম্প্রচার? চলুন দেখে নেওয়া যাক।

জি বাংলার পর্দায় শুরু নতুন মেগা

সাপ্তাহিক টিআরপি তালিকার নিরিখে সেরা পাঁচের মধ্যে জি বাংলার দখলই বেশি। তবে এবার এতটুকু জায়গায় ছাড়তে রাজি নয় কেউ! তাই তো ব্যাক টু ব্যাক মেগা এসেই চলেছে। কিছুদিন আগেই জি চ্যানেলের ফেসবুক পেজে নয়া ধারবাহিক ‘এস মা লক্ষী’ এর প্রোমো শেয়ার করা হয়েছিল। এবার প্রকাশ্যে শুরুর দিন সহ টাইমস্লট।

প্রকাশ্যে ‘এসো মা লক্ষী’র টাইমস্লট

চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১৭ ই মার্চ সোমবার থেকে শুরু হচ্ছে ‘এসো মা লক্ষী’। আপাতত বেলা সাড়ে বারোটা থেকে দেখা যাবে ধারাবাহিকটিকে। তবে এটি কিন্তু একেবারে নতুন মেগা নয়! এর আগেও এটি সম্প্রচারিত হয়েছিল। বর্তমানে ফের এটিকে দুপুরের স্লটে চালু করা হচ্ছে।

আসলে বিগত কিছু মাস ধরে পুরোনো মেগা পুনরায় শুরু হওয়ার একটা প্রবণতা দেখা গিয়েছে। সেই করোনার সময় থেকেই পুরোনো মেগার পুনঃ সম্প্রচার করে টিআরপি ধরে রেখেছিল চ্যানেলগুলি। এমনটাই করা হচ্ছে জি বাংলার তরফ থেকে।