পুরোনো গল্পের দিন শেষ! শুরু থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে রাই-আলো

Zee Bangla Serial : ধারাবাহিক নির্মাণকারী থেকে কলাকুশলী, কলাকুশলী থেকে দর্শকরা, সকলেই জানেন সবার থেকে আগে হল টিআরপি। টিআরপি তালিকায় যে থাকবে সবার আগে, সে-ই

Saranna

zee bangla new serial's alor kole and mithijhora won audience heart

Zee Bangla Serial : ধারাবাহিক নির্মাণকারী থেকে কলাকুশলী, কলাকুশলী থেকে দর্শকরা, সকলেই জানেন সবার থেকে আগে হল টিআরপি। টিআরপি তালিকায় যে থাকবে সবার আগে, সে-ই বেশি প্রাধান্য পাবে। আর টিআরপি তালিকায় যে বাংলা ধারাবাহিক (Bengali Serial) জায়গা করে নিতে পারবেন না, তার ভাগ্যেই রয়েছে কষ্ট। এই কথানুযায়ী, বর্তমানে দিনে তো তেমনটাই হচ্ছে। একটু উনিশ বিশ হলেই বিদায় নিতে হয় ধারাবাহিককে।

এই যেমন জি বাংলায় দেখা গেছে টিআরপিতে বেশ ভালো ফলাফল করছিল ‘খেলনা বাড়ি’ এবং ‘গৌরী এল’। টিআরপি তালিকায় প্রথমের দিকে বেশ জায়গা করে নিয়েছিল, কিন্তু টিআরপি নম্বর কমতেই তাদের স্লট বদল করে দেওয়া হল। তারপর কিছুদিন চলল। এরপর দুজনকেই বিদায় করে দেওয়া হল। এদের পরিবর্তে জায়গা করে নিয়েছে নতুন দুটো ধারাবাহিক। এরাই কাঁপাবে টিআরপি। দর্শকদের মন্তব্য তো সেটাই বলছে।

alor kole zee bangla upcoming serial promo

জি বাংলায় (Zee Bangla) এসেছে নতুন দুটো ধারাবাহিক, ‘আলোর কোলে’ (Alor Kole) এবং ‘মিঠিঝোরা’ (Mithijhora)। আলোর কোলে তে অভিনয় করছেন, কৌশিক রায়, স্বীকৃতি মজুমদার এবং সোমু সরকার। আর মিঠিঝোড়াতে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি, দেবাদৃতা বসু এবং স্বপ্নিলা চক্রবর্তী। আলোর কোলে তে দেখা গেছে অলৌকিকতার ছোঁয়া।

আলোর কোলে দেখে দর্শকরা বলছেন, ‘আলোর কোলে সিরিয়ালের প্রথম এপিসোড জাস্ট ওয়াও,, কাহিনীটাও মন ছুয়ে যাওয়ার মত মা মরা মেয়ের গল্প। কৌশিকদা স্বীকৃতি দি সমু দি সবাই খুব ভালো এবং আমাদের ছোট্ট তারার অ্যাক্টিং খুব ভালো লাগলো। স্বীকৃতি দিয়ে থাকায় সিরিয়ালটা দেখার প্রতি আকর্ষণ আরো অনেক বেড়ে গেছে আশা করি খুব ভালো টিআরপি দিবে। ভবিষ্যতে জি বাংলার মোস্ট পপুলার সিরিয়াল হবে আলোর কোলে।

zee bangla upcoming serial mithi jhora promo come

বেস্ট অফ লাক টিম আলোর কোলে। অনেক অনেক শুভকামনা রইল’। আর একজন লিখেছেন, ‘প্রত্যাশার থেকেও অনেক বেশি কিছু পেয়েছি। প্রত্যেকটি কাস্টিং ই একদম পারফেক্ট। সিনেমাটোগ্রাফি, স্ক্রিণ প্লে, সার্বিক পারফরম্যান্সে দারুন এপিসোড উপহার দিয়েছে আলোর কোলে। জলসার একই স্লটের জল থই থই ভালোবাসার ছন্নছাড়া কাহিনীর বকবকানির থেকে আলোর কোলে ফার বেটার।’

অন্যদিকে মিঠিঝোড়া দেখে দর্শকরা বলছেন, ‘মিঠিঝোরা’ প্রথম এপিসোড বেশ সুন্দর তিন বোনের চরিত্র গুলো তাদের দাদা বোনদের খুব ভালোবাসে। নায়ক টা সত্যিই রাই কে ভালোবাসে নায়ক টার অভিনয় প্রথমবার দেখলাম। সবমিলিয়ে ভালো আর বেশ গোছানো এপিসোড প্রথম দিন নায়িকার পরিবারের সদস্যদের দেখিয়ে দিল সবাই কে ‘।

× close ad