জি বাংলার (Zee Bangla) পর্দায় এসেছে নতুন ধারাবাহিকের প্রোমো ভিডিও, ধারাবাহিকের নাম ‘মুকুট’ (Mukut)। ব্লুজ প্রোডাকশনের এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় রয়েছে মাধবীলতা ধারাবাহিকের মাধবীলতা অর্থাৎ শ্রাবণী ভুঁইয়া (Shrabani Bhunia)। তাঁর বিপরীতে রয়েছেন একেবারে নতুন মুখ, অভিনেতা অর্ঘ্য মিত্র (Argha Mitra)। অনেকেই এই অভিনেতার মুখ দেখেননি। তবে টলি ইন্ডাস্ট্রির নতুন মুখ নয়, কারণ তিনি এর আগে অনেক ধারাবাহিকে ছোটো খাটো চরিত্রে অভিনয় করেছেন।
আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হল অভিনেতার পরিচয়। মাধবী অর্থাৎ শ্রাবণীকে তো সবাই চেনে। কিন্তু এই যে নতুন নায়ক অর্ঘ্য, সে অনেকেরই কাছে অপরিচিত। অর্ঘ্যর বাড়ি বর্ধমানে। অভিনয়ের জন্য কলকাতায় থাকেন। এর আগে তিনি অভিনয় করেছেন , সান বাংলার সুন্দরী, দেবী নামক ধারাবাহিকে। অভিনয় করেছেন, কালার্স বাংলাতে তুমি যে আমার মা ধারাবাহিকে।
এছাড়াও জি বাংলাতে ছোটোখাটো চরিত্রে অভিনয় করেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে ঋতুপর্ণা চট্টোপাধ্যায় সবার সাথেই স্ক্রিন শেয়ার করেছেন। অর্ঘ্যর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঢু মারলে দেখা যায়, তাঁর নামের পাশে লেখা রয়েছে, বাবাই। অভিনয় গুণ ছাড়াও, তিনি নাকি ভালো গান করেন। শুধু গান করেন নয়, গান শুনতেও তাঁর বেশ ভালো লাগে। প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশ পেয়েছে মুকুট ধারাবাহিকের নতুন প্রোমো, তাতে দেখা যাচ্ছে, মা দূর্গাকে সাজাচ্ছেন মুকুট (শ্রাবণী ভুঁইয়া)।
মায়ের হাতে সমস্ত অস্ত্রের বদলে তুলে দিচ্ছেন ফুল। এই সময়ই ক্যামেরা নিয়ে হাজির হয় রায়ান (অর্ঘ্য মিত্র), রায়ান বলে, ‘ এ কি অস্ত্রর বদলে ফুল কেন?’ তখন মুকুট জানান, ‘মা তো ভালোবাসারই রূপ, এবার না হয়, অস্ত্রের বদলে ফুল হাতে গৌরী রূপে পূজা করলেন’। এরপর দেখা যায়, একদল গুন্ডা বিয়ের কনেকে তুলে নিয়ে যায়। এই ঘটনা দেখে বাঁচাতে যায়, মুকুট। প্রথমে দেখা যায়, গুন্ডাদের মুখে থালা ভর্তি সিঁদুর ছুঁড়ে মারে।
View this post on Instagram
এরপর দেখা যায় মন্দিরের ঘন্টা হাতে নিয়ে, বনবন করে ঘোড়াচ্ছে আর বলছে, ‘মেয়েরা যেমন গৌরী প্রয়োজনে চন্ডীও হতে পারে’। এই নতুন ধারাবাহিক কার পরিবর্তে আসবে তা সত্যিই এখনো জানা যায়নি। অনেকে বলছেন বন্ধ হতে পারে মিঠাই, আবার কেউ বলছেন খুব শীঘ্রই বন্ধ হবে সোহাগ জল ধারাবাহিক। ভবিষ্যতে কি হয়, সবটাই বলবে সময়।