TRP-তে হাড্ডাহাড্ডি লড়াই! ট্র্যাকে ফিরতেই আবার জয় ‘অনুরাগের ছোঁয়া’র, রইল সম্পূর্ণ তালিকা

প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি তালিকা (TRP List) প্রকাশ হয়ে থাকে। আর সিরিয়াল প্রেমী দর্শকরা সেই তালিকার জন্য বেশ আগ্রহের সাথে অপেক্ষা

Nandini

11th may bengali serial top ten trp list

প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি তালিকা (TRP List) প্রকাশ হয়ে থাকে। আর সিরিয়াল প্রেমী দর্শকরা সেই তালিকার জন্য বেশ আগ্রহের সাথে অপেক্ষা করে থাকেন। বর্তমান পরিস্থিতে সিরিয়াল গুলি টিকে আছে টিআরপির উপর নির্ভর করে। কারণ ইদানিং কালে একের পর এক বহু সিরিয়াল টিআরপির কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। সে ধারাবাহিক নতুন হোক কিংবা পুরোনো।

সম্প্রতি, স্টার জলসা (Star Jalsha) ও জি বাংলার (Zee Bangla) রেষারেষিতে অনেক সিরিয়াল যেমন বন্ধ হয়েছে তেমনই নতুন অনেক সিরিয়াল শুরু হয়েছে দুই চ্যানেলেই। এমনকি প্রতিনিয়ত প্রায় একটা একটা নতুন সিরিয়ালের প্রোমো প্রকাশ পাচ্ছে চ্যানেল গুলিতে। কিছু দর্শকের মন জয় করতে পারছে আবার কিছু চেষ্টা চালিয়ে যাচ্ছে। টিকে থাকার লড়াইয়ে বর্তমান ধারাবাহিকের গল্প সব অন্যখাতে বইছে।

11th may bengali serial trp

বিগত দুই সপ্তাহ যাবৎ, টিআরপি তালিকায় ‘অনুরাগের ছোঁয়া’ প্রথম স্থান হারিয়েছিল। একঘেঁয়ে মিশকার বদমায়েশি আর সূর্যর দীপাকে বারবার ভুল বোঝা এটা দেখতে দেখতে বিরক্ত বোধ করছিলেন দর্শক। আর তারই ফলাফল চোখে পড়ছিল টিআরপি তালিকায়। তবে সম্প্রতি আবার গল্প একটু অন্যদিকে ঘুরেছে। আর তাই এই সপ্তাহে আবারও টপার ‘অনুরাগের ছোঁয়া’। আর দ্বিতীয় স্থানে আছে ‘জগদ্ধাত্রী’। আসুন দেখে নেওয়া যাক সেরা ১০ এর তালিকা।

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকাঃ

প্রথম – অনুরাগের ছোঁয়া (৮.২)
দ্বিতীয় – জগদ্ধাত্রী (৭.৯)
তৃতীয় – গৌরী এলো (৭.৪)
চতুর্থ – নিম ফুলের মধু (৭.২)
পঞ্চম – বাংলা মিডিয়াম (৬.২)
রাঙা বউ (৬.১)
এক্কা দোক্কা (৫.৯)
পঞ্চমী (৫.৮)
মেয়েবেলা (৫.৭)
কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ / হরগৌরী পাইস হোটেল (৫.৫)

11th may bengali serial trp list

এবারের তালিকায় সেরা ১০ ধারাবাহিক থেকে হারিয়ে গেছে ‘খেলনা বাড়ি’। বাংলা মিডিয়াম একটু এগিয়ে গেছে আর রাঙা বৌ একটু পিছিয়ে গেছে। অন্যদিকে, মিঠাই ও রামপ্রসাদ দুটোই দর্শকের পছন্দের সিরিয়াল। তাই এই সপ্তাহে সমান পয়েন্ট নিয়ে দুইজনেই এক স্থানে। লিপ নেওয়ার পর গাঁটছড়া সিরিয়ালটিরও টিআরপি তালিকায় পতন ঘটেছে।

Related Post