বর্ষাকালে চুল পড়া আটকাতে সমাধান! চুলের পরিচর্যায় কার্যকরী এই বিশেষ উপাদানের ৫ টি ব্যবহার

আমাদের বিশেষত মহিলাদের চুলের সমস্যা (Hair Problem) বারো মাসের। কত কিছু করে কত নামিদামী তেল শ্যাম্পু ব্যবহার করেও চুলের হাল ফেরানো মুশকিল হয়ে পরে। চুল

Desk

5 easy way to how garlic helps stop hail fall

আমাদের বিশেষত মহিলাদের চুলের সমস্যা (Hair Problem) বারো মাসের। কত কিছু করে কত নামিদামী তেল শ্যাম্পু ব্যবহার করেও চুলের হাল ফেরানো মুশকিল হয়ে পরে। চুল হয়ে যায় রুক্ষ, শুষ্ক, নির্জীব আর গোড়া থেকে আলগা। চুলের পরিচর্যায় কোনো কিছুই বিশেষ লাভজনক ফল দিতে পারেনা। এছাড়া ঋতুপরিবর্তনের সময়ও চুল ঝরতে থাকে। বিশেষত বর্ষা কালে। বর্ষাকালে চুলের বিশেষ যত্ন নেওয়া একান্ত প্রয়োজন।

আর কিছুদিন বাদেই বর্ষাকালের প্রবেশ ঘটবে। আর বর্ষাকাল মানেই অনবরত বৃষ্টি। বর্ষাকালে গরমের হাত থেকে রক্ষা পেলেও ভেজা চুল ঠিক করে শুকনো না হতে পাড়ার ফলে অতিরিক্ত চুল ঝরে পড়া শুরু হয়ে যাবে। তবে এই চুল পরে টাক হয়ে যাবার হাত থেকে আপনাকে বাঁচাতে পারে আপনার ঘরে থাকা এই বিশেষ উপাদানটি। আপনি রোজকার ব্যবহারের জিনিসের মধ্যেই পেয়ে যাবেন আপনার চুলের সমস্যার (Hair Problem) সমাধান। আর সেই উপাদানটি হল রসুন (Garlic)। পিঁয়াজ যেমন চুলের ক্ষেত্রে খুব উপকারী একটা উপাদান তেমনই রসুনও চুলের পক্ষে উপযোগী উপাদান।

5 easy way to how garlic helps stop hail fall

চুলে রসুন প্রয়োগে কার্যকারিতা (Garlic In Haircare)

চিকিৎসকের মতে রসুনে এন্টিব্যাকটেরিয়াল গুণাবলী আছে। ফলে রসুনের তেল বা রসুনের পেস্ট চুলে ব্যবহার করলে রসুনের এন্টিব্যাকটেরিয়াল গুন আমাদের চুলের গোড়ায় জীবাণুকে মেরে ফেলে ফলে চুলের গোড়া মজবুত হয়। গোড়া দুর্বল হয়ে চুল ঝরে পড়বে না।

আমাদের বয়স বাড়ার সাথে সাথে চুলের গোড়া আলগা হতে শুরু করে। অনেক সময় চুলের সঠিক প্রোটিনের এবাবেও চুল পড়া বেড়ে যায় সেক্ষেত্রে চুলে রসুনের কার্যকারিতা অসাধারণ। চুল পরে যাওয়া আটকাতে ম্যাজিকের মতো কাজ করে রসুন।

রসুনে ভিটামিন সি থাকে যা চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে। এছাড়াও রসুনে সালফার থাকে। সালফার চুল পড়া আটকাতে ও চুলকে শক্তিশালী করতে ভীষণ উপকারী একটি উপাদান।

আরও পড়ুনঃ Hair Problem : চুলের পরিচর্যায় ম্যাজিকের মতো কাজ করবে জবা ফুল দিয়ে তৈরী এই মিশ্রণগুলি

আমাদের চুলে সূর্যের অতিবেগুনি রশ্মি ব্যাপক ক্ষতিসাধন করে। চুলের কেরাটিন নষ্ট করে দেয়। যার ফলে চুল পড়ার মাত্রা বেড়ে যায়। কিন্তু রসুনের ব্যবহারে আমাদের চুলকে রসুন সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। ফলে চুল পড়া রোধ হয়।

নারকেল তেলের সাথে খোসা ছাড়ানো রসুন ভালো করে পেস্ট করে মিশিয়ে অল্প অল্প গরম করে সপ্তাহে ২-৩ দিন চুলে ম্যাসাজ করলে চুলের সমস্যায় বেশ উপকার পাবেন। তেল মেখে কিছুক্ষন রেখে দিয়ে শ্যাম্পু করে নিন তাহলেই হবে। এতে চুল সিল্কিও হবে।

× close ad