এবার পুজোয় হয়ে উঠুন অনন্য সুন্দরী! রইল সুন্দর ভ্রু পাওয়ার সহজ ৫ উপায়

একটা মানুষের সৌন্দর্য যেমন তাঁর ব্যবহারে প্রকাশ পায়, তেমনই তা কিছুটা মুখশ্রী নির্ভরও। সুন্দর চোখ, সুন্দর নাক, সুন্দর ঠোঁট, সুন্দর চুল, সুন্দর ভ্রু। এত কিছু

Saranna

5 tips to enhance beauty of eyebrows

একটা মানুষের সৌন্দর্য যেমন তাঁর ব্যবহারে প্রকাশ পায়, তেমনই তা কিছুটা মুখশ্রী নির্ভরও। সুন্দর চোখ, সুন্দর নাক, সুন্দর ঠোঁট, সুন্দর চুল, সুন্দর ভ্রু। এত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বজায় থাকলেই তাকে রূপে লক্ষী বলা যেতে পারে। সব ঠিক ঠাক থাকলেও, একটা জিনিসই সবার বেহিসেবী থাকে। প্রত্যেকটি মানুষের ভ্রু খুব ভালো ভাবে লক্ষ্য করলে দেখা যাবে, কারুরই ভ্রু ঠিক সমান হয়না। কোননা কোনো বৈচিত্র থেকে যায়।

তবে মুখের সৌন্দর্য এই ভ্রুয়ের উপরেই নির্ভর করে। কিন্তু আমরা দেখি, অনেকের ভ্রু এত পাতলা, যেন মনে হয় ভ্রু নেই, কিন্তু অনেকের আবার সুন্দর সাদা মুখশ্রীর উপর ঘন কালো ভ্রু থাকে। তো যাদের পাতলা ভ্রু তারা ভাবছেন যে কি করবেন? কি করে নিজেকে আরও সুন্দর করে তুলবেন। আজ সেই আলোচনা নিয়েই আমরা হাজির হয়েছি। আসুন জেনে নেওয়া যাক ভ্রু সৌন্দর্য্য বাড়াতে কি কি করতে পারেন।

5 tips to enhance eyebrows

ভ্রুর সৌন্দর্য্য বাড়াতে উপকারী কিছু টিপস :

ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল : এই তেলে রয়েছে ফাইটোকেমিকল এবং পুষ্টি উপাদান, যা চুলকে বৃদ্ধি করতে সাহায্য করে। এই তেল তুলোয় করে নিয়ে রাতে শুতে যাওয়ার আগে ভ্রুতে লাগিয়ে নিন, সারারাত রেখে পরেরদিন সকালে ধুয়ে দিন। এরকম কয়েকদিন করুন দেখবেন হাতেনাতে ফলাফল পেয়ে গেছেন।

নারকেল তেল : এই তেল ভ্রু ঘন করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে, তুলোয় করে ভ্রুতে লাগিয়ে নিন, পরের দিন সকালে উঠে ধুয়ে দিন। এরকম কয়েকদিন করুন দেখবেন, আপনার ভ্রু এর পরিবর্তন।

5 tips for enhance beauty of eyebrows

অ্যালোভেরা জেল : টাটকা ঘৃতকুমারীর পাতা থেকে জেলটা তুলে নিয়ে ভ্রু এর উপর লাগান। এরপর ১৫ মিনিট রাখুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এই পদ্ধতিটা সপ্তাহে দুদিন অন্তত ব্যবহার করুন, দেখবেন ফলাফলটা কেমন হয়।

আরও পড়ুনঃ Hair Problem : চুলের পরিচর্যায় ম্যাজিকের মতো কাজ করবে জবা ফুল দিয়ে তৈরী এই মিশ্রণগুলি

tips for enhance beauty of eyebrows

কারি পাতা : এই কারি পাতাও ভ্রু ঘন করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান। কারিপাতা নিয়ে জলে ফোঁটান। এবার সেই পাতা বেটে ভ্রুর উপর লাগান, লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এইভাবেই কয়েকদিন করলে ভ্রু অনেকটা ঘন হবে।

পেঁয়াজের রস : পেঁয়াজে রয়েছে, সালফার, ভিটামিন ও মিনারেলের মতো নানান উপাদান। যা চুলকে বৃদ্ধি করতে সাহায্য করে। পেঁয়াজ ভালো করে বেটে, রস বের করে তুলোয় করে নিয়ে ভ্রুতে লাগান, কিছুক্ষণ পর ধুয়ে নিন, এইভাবে কিছুদিন করুন, দেখবেন ভ্রুর ঘনত্ব বাড়বে।

Related Post