এমন বর যেন সবাই পায়, রান্নাঘরে রাধিকা পোখরাজের মিষ্টি প্রেম দেখে মন্তব্য দর্শকদের

ধারাবাহিকের কাহিনী কিন্তু বাস্তব জীবনের প্রেক্ষাপটেই নির্মিত হয়। বাস্তবের কাহিনী সেখানে উঠে আসে। বাস্তবে দেখব, পরিবারের মধ্যে নানান রকম কূটকাচালি, পারিবারিক বিবাদ, একে অপরকে সহ্য

Saranna

netizens praised ekka dokka serial pokhraj

ধারাবাহিকের কাহিনী কিন্তু বাস্তব জীবনের প্রেক্ষাপটেই নির্মিত হয়। বাস্তবের কাহিনী সেখানে উঠে আসে। বাস্তবে দেখব, পরিবারের মধ্যে নানান রকম কূটকাচালি, পারিবারিক বিবাদ, একে অপরকে সহ্য না করা, বিচ্ছেদ, পরকীয়া সবটাই দেখা মেলে। এসব খারাপ ঘটনার পর কি ভালো ঘটনার দেখা মেলে না? প্রেম-ভালোবাসাও তো লক্ষ্য করা যায় বাস্তব জীবনে।

সেইমতো ধারাবাহিকের কাহিনীতেও যে শুধু মাত্র সবসময় কূটকাচালি, পারিবারিক বিবাদ, একে অপরকে সহ্য না করা, বিচ্ছেদ, পরকীয়া ইত্যাদি ধারাবাহিকে ফুটে ওঠে। কিন্তু বাস্তবেও তো ভালোবাসা লক্ষ্য করা যায়। তাই ধারাবাহিকেও লক্ষ্য করা যায়। সম্প্রতি, ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka) ধারাবাহিকে এমনই সুন্দর মুহূর্ত ফুটে উঠতে দেখা গেছে। সবসময় যে কূটকাচালি দেখা যায় তাই নয়, ভালোবাসারও দেখা মেলে প্রায়সই। যতই ট্রোল হোক না কেন ধারাবাহিক নিয়ে, মাঝে মাঝে ভালো এপিসোডও মন কেড়ে নেয়।

viewers are impressed by radhika's outfit in ekka dokka serial

সম্প্রতি সেরকমই একটি এপিসোডের দেখা মিলল। স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘এক্কাদোক্কা’। রাধিকা আর পোখরাজের শুরু টা হয়েছিল ঝগড়া দিয়ে, একে অপরকে টেক্কা দেওয়া নিয়ে। পরে সেটা ভালোবাসার সম্পর্কে পরিবর্তন হয়। যারা ধারাবাহিক টি দেখেন, তারা জানেন, কীভাবে দুজনের বিয়ে হয়েছে। বাড়ির অমতেই বিয়ে হয়। পোখরাজের বাড়ির কেউই তাকে মেনে নেয়নি।

রাধিকাকে অপদস্থ হতে হচ্ছে। এই নিয়ে অনেকেই ট্রোল করেছিল, শিক্ষিত মেয়ে কেন সব সহ্য করছে। এমনকি বিয়ে নিয়েও ট্রোল হয়েছে। পড়াশোনা দেখাতে দেখাতে বিয়ে। সম্প্রতি ধারাবাহিকে দেখা গেছে নতুন এপিসোড। রাধিকাকে রান্না পারে না। তাই বাড়ির সবাই পরীক্ষা নিচ্ছে রান্নার। আর এই কাজে সাহায্য করছে পোখরাজ। এ হেন দৃশ্য দেখে নেটিজেনরা প্রশংসা করছেন।

একজন লিখেছেন, ‘পোখরাজ ও রাধিকার ভালোবাসার সংসার দারুন এপিসোড হলো আজ দুই মেডিকেল স্টুডেন্ট..Star Jalsha ধন্যবাদ এই ক্লিপ টা দেবার জন্য’। এক অনুরাগী লিখেছেন, ‘কি সুন্দর আজকের এক্কাদোক্কার এপিসোড….রাধিকার কাঁধে গোটা পরিবারের রান্নার দায়িত্ব।

আর নীলমাধব তার helping hand…দুজনে মিলে রান্না করছে, আর চলছে খুনসুটিও…এমন সুন্দর দৃশ্য দেখে সকাল থেকে আনন্দে ভেসে রইলাম….কলেজের ওই দুষ্টু মিষ্টি ছেলেটা আজ responsible husband…বৌ রান্নাঘরে কষ্ট করে রান্না করছে, সেও তাই এসে হাজির… আর তার “মিস বারাণসী” এক্কেবারে পাকা গিন্নী, সব সামলাচ্ছে…’।

× close ad