সারা মাসের ব্যস্ততার কারণে আমাদের জীবনে নেমে আসে ক্লান্তি। আর সেই ক্লান্তি দূর করতে আমরা ভালোবাসি একটু হাওয়া বদল করতে। যেখানে থাকবে না কোনো কাছের চাপ, থাকবে না প্রতি দিনকার একঘেয়ে জীবন। থাকবে নতুনত্ব। তাই তো আমরা খুঁজে বেড়ায় কাছাকাছি কোনো ডেস্টিনেশনে (Holiday Destination)। যেখানে খুব সহজেই পৌঁছানো যায় এবং তাড়াতাড়ি এক-দুদিন কাটিয়ে ফিরেও আসা যায়।
আর তার জন্য আমরা দীঘার (Digha) খোঁজ করি। সকলেই এক দুদিনের জন্য বেড়িয়ে পড়ি দিঘায়। খুব কম সময়ের জন্য এটাই একেবারে উপযুক্ত জায়গা। কিন্তু এই দীঘায় তো সকলেই যায়, বারবার গিয়ে গিয়ে অনেকেই বোর হয়েছেন। আর তাই চান একটু সুন্দর ইউনিক জায়গা? তাদের জন্য রইল সেই ইউনিক জায়গার খোঁজ।
এই নতুন জায়গাটি হল পুরুষোত্তমপুর ব্যাকপ্যাকারস ক্যাম্প (Purushottom Backpackers Camp)। এখানে খুব কম খরচেয় আপনি করতে পারবেন স্বাদ বদল। একেবারে যাকে বলা যায়, সাধ্যের মধ্যেই সাধ পূরণ। নির্জন জায়গার মধ্যে সমুদ্রের গর্জন শুনতে পাবেন, আর সমুদ্রের সাথে সাথেই অনুভব করতে পারবেন একটা গ্রাম্য জীবন। সাথে দেখতে পাবেন ছোটো ছোটো লাল কাঁকড়া।
নির্জনতাকে সঙ্গী করতে হলে, এবং সমুদ্রের পাশাপাশি সুন্দর গ্রামের স্পন্দন নিতে, চলে যান এই জায়গায়। শুধু সমুদ্রের স্পন্দন নয়, এমনকি ওই গ্রামে শুটকি মাছের চাষ হয়। শুধু চাষ নয়, শুটকির কষাও বিক্রি হয়। তাই খাওয়া দাওয়ারও স্বাদ নিতে যেতেই হবে এখানে। দীঘার মতো নেই কোনো কোলাহল। একেবারে শান্ত জায়গা। খুব কাছে থেকেই চিনতে পারবেন সমুদ্রকে। তাহলে আর দেরি না করে চলে যান এই জায়গায়।
আরও পড়ুনঃ সপ্তাহান্তে বর্ষা কাটাতে ঘুরে আসুন কলকাতার এই ৫ রিসর্টে! রইল ঠিকানা
কীভাবে যাবেন? প্রথমে দীঘাগামী বাস ধরে নামতে হবে চাউলখোলায়। তারপর ওখান থেকে অটো ধরে যেতে হবে পুরুষোত্তমপুর ব্যাকপেকারস ক্যাম্প। এখানে খুব কম খরচে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। পার হেড ১৫০০ টাকা। সুন্দর ক্যাম্পের ব্যবস্থা আছে। আগে থেকে বুকিং এর ব্যবস্থা রয়েছে। তাই সুন্দর অ্যাডভেঞ্চার পেতে চলে যান এই অফবিট ডেস্টিনেশনে।