কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট উঠে এসেছে, মিঠাই, মিতুল, দীপা, কে সার্থক মা। এই সার্থক মায়ের প্রশংসা ছিনিয়ে নিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)র দীপা। সকলের থেকে দীপা-ই হল সার্থক মা। দীপার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। তাঁর অভিনয়, তাঁর আন্তরিকতা সবটাই দর্শকমহলে বেশ প্রশংসিত। এত সুন্দর অভিনয় দেখে মুগ্ধ সকলে।
এ হেন অভিনেত্রীর যে শুধুই অভিনয় গুণ রয়েছে তা কিন্তু নয় এই অভিনেত্রী কিন্তু খুব সুন্দর গানও করেন। আর সেই গানের ঝলক। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে একটি মাচা শো তে জনপ্রিয় হিন্দি সিনেমা ‘আশিকি টু’ এর ‘চাহু মে ইয়া না’ গানটি গেয়ে সকল অনুরাগীদের মন জয় করে নিয়েছে। উপচে পড়েছে সুন্দর সুন্দর কমেন্টের বন্যা।
একজন লিখেছেন, ‘এতদিন অনুরাগের ছোঁয়ায় দেখেছিলাম আজকে স্টেজে দেখে খুব ভালো লাগলো , তুমি যে এত সুন্দর গান করতে পারো জানা ছিল না। ভেরি নাইস সং সত্যি দীপা এগিয়ে চলো আগামীতে আরো ভালো হোক বোন হিসাবে বলছি, হ্যাপি ভ্যালেন্টাইনস ডে আরো ভালো পারফরম্যান্স করো’।
দীপা অর্থাৎ স্বস্তিকা ঘোষ একেবারে অলরাউন্ডার, অভিনয়ের পাশাপাশি গানেও মোহিত করলেন সকলকে। প্রায় সকলেই তাঁর গানের প্রশংসা করেছেন। অভিনয়ের পাশাপাশি এত সুন্দর গান গায়, সত্যিই এটা অনেকেরই অজানা ছিল। উল্লেখ্য, স্বস্তিকা দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘির মেয়ে। উচ্চমাধ্যমিক সম্পন্ন করেই আসেন অভিনয় জগতে। রায়দিঘি থেকে ভোর ছটায় উঠে কলকাতায় অডিশন দিতে আসেন।
সেই অডিশনে অভিনেত্রী সফল হন। অভিনয়ের সুযোগ পান। প্রথম প্রথম অতদূর থেকেই যাতায়াত করতেন তিনি। কখনও ভেঙে পড়তেন না। তাঁর জেদ তাঁকে সাহস জুগিয়েছে। ‘সরস্বতীর প্রেম’ ধারাবাহিক দিয়ে শুরু হয় তাঁর কেরিয়ার জীবন। এরপরেই তাঁকে দেখা যায়, ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। ছোটো থেকেই তিনি শিখেছেন ভারতনাট্যম। শুধু নাচ নয়, শিখেছেন গানও। তাঁর মা রবীন্দ্রসংগীত এর চর্চা করতেন।