শেষের আগেই নতুন শুরু, এবার নতুন যাত্রায় ‘মিঠাই’ অভিনেত্রী সৌমিতৃষা!

সকলের পছন্দের মানুষ সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। জী বাংলা (Zee Bangla) চ্যানেলের ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছে। আর তাই সকলেরই

Saranna

soumitrisha kundu coming on new project after ending mithai serial

সকলের পছন্দের মানুষ সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। জী বাংলা (Zee Bangla) চ্যানেলের ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছে। আর তাই সকলেরই পছন্দের সৌমিতৃষাকে । অনুরাগীদের বর্ণনায় সে অনেক কিছু। তাঁর অভিনয়, তাঁর প্রত্যেকটা ক্রিয়াকলাপ সবটাই ফলো করে অনুরাগীরা। শুধু সৌমিতৃষা নয় সিড কেও সকলের পছন্দের।

তবে সময় যেমন এক যায়না, একটা ধারাবাহিকও সারাজীবন ধরে প্রবাহমান নয়। আর তাই ধারাবাহিকের অবসান ঘটার পাশাপাশি, চরিত্রের অবসান ঘটবে। অনেক সময় দেখা যায় একটা ধারাবাহিকে অভিনয় করে হিট, তারপর আর দেখা মেলেনা, তাই সকলেই ভয়ে রয়েছে যদি সৌমিতৃষার সাথে এমন হয়। তবে হচ্ছেনা এমনটা। কারণ শোনা যাচ্ছে, খুব শীঘ্রই দেখা মিলবে সৌমিতৃষাকে।

mithai actress soumitrisha kundu going to vacation for her birthday

এক অনুরাগী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘মিঠাই শেষ হওয়ার পরপরই ক্রেজি আইডিয়াস মিডিয়া প্রোডাকশনের সাথে কন্টাক্ট পেপারে সাইন করবেন “সৌমিতৃষা কুন্ডু” । জুন মাসে আসতে পারে ক্রেজির নতুন ধারাবাহিক যেখানে একজন ডান্সার হিসেবে দেখা যাবে তাকে ‘। সম্প্রতি জানা গিয়েছে, খুব শীঘ্রই শেষ হচ্ছে মিঠাই। আর মাত্র ১০-১৫ দিন শ্যুটিং হবে, ব্যাস ২৩ শে এপ্রিল শেষ মিঠাই।

আর এই খবরে সোশ্যাল মিডিয়া জুড়ে হাহাকারের ইঙ্গিত। খুব আবেগপ্রবণ হয়ে এক নেটনাগরিক লিখেছেন, ‘সবকিছুর শুরু যেমন আছে, শেষ ও আছে। তেমনি ‘মিঠাই’ সিরিয়াল ও একদিন শেষ হতেই হতো। আমি “মিঠাই” সিরিয়ালের তেমন ক্রেজি ফ্যান বা নিয়মিত দর্শক নই, তবু খুব খারাপ লাগছে, এটা শেষ হচ্ছে শুনে, যদি সত্যি হয় নিউজ তাহলে। মনেকেরি আবেগ, ভালোবাসা, ইমোশানের নাম মিঠাই, এই সময়ের সবচেয়ে সেরা জনপ্রিয় সিরিয়াল।

soumitrisha kundu coming on new project after ending mithai

তবে চাইবো গল্প বেশি জগাখিচুরি না বানিয়ে ভালোভাবে একটা শেষ করুক। আর আগামীতে আবারো অন্যকোনো সিরিয়াল নিয়ে ফিরুক সিডাই জুটি, বা সৌমিতৃষা কামব্যাক করুন, যদিও আমার মনে হয়না উনি মিঠাই করে যতটা ভালোবাসা, জনপ্রিয়তা পেয়েছেন আগামিতে অন্যকোনো রোলে পাবেন। যাইহোক এটা একটা সিরিয়াল, একদিন শেষ হওয়ারই ছিল, মন খারাপ করে লাভ নেই’।

× close ad