সিরিয়াল দিয়ে শুরু হয়েছিল অভিনয় যাত্রা, আজ টলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন এই ৭ অভিনেত্রী

বড়ো পর্দায় কাজ করার সুযোগ কে না চান। কিন্তু বড়ো পর্দায় অভিনয়ের সুযোগ পাওয়া মোটেও সহজ ব্যাপার নয়। ছোট পর্দায় বাংলা সিরিয়ালে (Bengali Serial) কাজ

Desk

Miim Chakraborty to Madhumita Sarcar 7 tollywood actress who start their journy with serial

বড়ো পর্দায় কাজ করার সুযোগ কে না চান। কিন্তু বড়ো পর্দায় অভিনয়ের সুযোগ পাওয়া মোটেও সহজ ব্যাপার নয়। ছোট পর্দায় বাংলা সিরিয়ালে (Bengali Serial) কাজ করেন এমন অনেক অভিনেতা অভিনেত্রীরা শত চেষ্টা করেও এখনো পর্যন্ত টলিউডে (Tollywood) সুযোগ পাননি বড়ো পর্দায় অভিনয়ের। আবার এমনও কিছু অভিনেতা অভিনেত্রী আছেন যারা খুব কম সময়েই ছোট পর্দা থেকে বড়ো পর্দায় দৃশ্যমান হয়েছেন। আজ এমনই কিছু অভিনেত্রীর কথা আপনাদের জানাবো।

যারা খুব কম সময়েই ছোট পর্দা থেকে বড়পর্দায় জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। এই অভিনেত্রীরা একসময় নিজেদের অভিনয়ের জগতের যাত্রা শুরু করেছিলেন ছোট পর্দায় ধারাবাহিকের হাত ধরে। একসময় ছোট পর্দায় তাদের অভিনীত ধারাবাহিক দেখার অপেক্ষায় আগ্রহী হয়ে থাকতেন দর্শক। আজ সেই অভিনেত্রীরা তাদের অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে জিতে নিয়েছেন টলিউডের (Tollywood) অভিনেত্রীর খেতাব। এই ৭ টলিউড অভিনেত্রী হলেন

ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)

Ritabhari Chakraborty

২০০৯ সালের ৩ রা আগস্ট বাংলা বিনোদনের জনপ্রিয় চ্যানেল ষ্টার জলসার পর্দায় এই ‘ওগো বধূ সুন্দরী’ নাম এক ধারাবাহিকের মধ্যে দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন বর্তমান টলি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ওই ধারাবাহিকে ঋতাভরী ললিতার চরিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করে নিয়েছিলেন। সময় করে টিভির পর্দায় ললিতাকে কখনও দেখতে ভুলতেননা দর্শক। সেই থেকে যাত্রা শুরু করে আজ এই অভিনেত্রী সিনেমার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন।

মধুমিতা সরকার (Madhumita Sarcar)

Madhumita Sarcar

আরও পড়ুনঃ মোটা বেতনের চাকরি ছেড়ে অভিনয়ে, রইল টলিপাড়ার এমন ৫ তারকা

প্রথম ধারাবাহিক সবিনয় নিবেদন সানন্দা টিভিতে। তারপর ২০১২ সালের ১৬ ই জুলাই ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কেয়ার করি না’ সিরিয়ালের হাত ধরেই অভিনয় জগতের যাত্রা শুরু করেছিলেন বর্তমান টলি অভিনেত্রী মধুমিতা সরকার। বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকে পাখিকে দেখতে সর্বদা উৎসুক থাকতেন দর্শক। পাখি মন জয় করে নিয়েছিল লক্ষ্ লক্ষ্ দর্শকের। সেই মধুমিতা সরকার বর্তমানে টলিউডে একের পর এক সিনেমায় সেরা অভিনয় করে দর্শককে মাতিয়ে রেখেছেন।

দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)

Ditipriya Roy

২০০৮ সালের ৮ ই সেপ্টেম্বর ষ্টার জলসায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‘দূর্গা’য় মা দুর্গার বাল্যরূপের চরিত্র দিয়ে দিতিপ্রিয়ার অভিনয় জগতে প্রবেশ। তারপর আরো অনেকগুলি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। জী বাংলা চ্যানেলের ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে রানী রাসমণির চরিত্রে অভিনয় দিতিপ্রিয়ার জনপ্রিয়তা কয়েকগুন বৃদ্ধি করেছে। বর্তমানে এই অভিনেত্রীও সমান তালে টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হিসাবে সিনেমা করছেন।

মানালি দে (Manali Dey)

Manali Dey

এই অভিনেত্রী চলচ্চিত্র দিয়েই নিজের অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন তবে সিনেমা ও সিরিয়াল উভয় মঞ্চেই সমান তালে কাজ করে চলেছেন অভিনেত্রী মানালি দে। অভিনেত্রী প্রথম ১৯৯৯ সালে ‘কালী আমার মা’ নামক একটি সিনেমায় শিশু শিল্পীর ভূমিকায় কাজ শুরু করেছিলেন, এরপর তিনি আরও অনেকগুলি চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। বর্তমানে তিনি ষ্টার জলসার ধারাবাহিক ‘ধূলোকনা’য় ফুলঝুরির চরিত্রে অভিনয় করছেন।

আরও পড়ুনঃ অভিনেতা হিসাবে ১০০/১০০! ব্যক্তি হিসাবে রঞ্জিত মল্লিক কেমন? জানালেন স্ত্রী দীপা

অনন্যা চ্যাটার্জী (Ananya Chatterjee)

Ananya Chatterjee

অনন্যা চ্যাটার্জী নৃত্যশিল্পী মমতা শঙ্করের ছাত্রী। তিনিও নাচের পাশাপাশি সুযোগ পান চলচ্চিত্রে। তার অভিনয় প্রশংসনীয় হয়ে ওঠে। তিনি ধারাবাহিকের সাথে সাথে সমান তালে সিনেমা ও টেলি সিনেমা করেছেন। ২০১০ সালে জী বাংলার পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‘সুবর্ণলতায়’ তার অসাধারণ অভিনয় দর্শকের মনে সুবর্ণকে আলাদা জায়গা করে দিয়েছিলো।

ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)

Oindrila Sen

জী বাংলা খ্যাত ২০১০ সালের ৫ ই জুলাই থেকে শুরু হওয়া ধারাবাহিক ‘সাত পাঁকে বাঁধা’ ধারাবাহিকে দুস্টুর ভূমিকায় অভিনেতা বিক্রমের বিপরীতে প্রথম অভিনয় শুরু করেন ঐন্দ্রিলা সেন। তারপর ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুনেও এই অভিনেত্রী অসাধারণ অভিনয় করে মন জয় করে নিয়েছেন দর্শকের। বর্তমানে তিনি টলিউডের অভিনেত্রীদের মধ্যে একজন হয়ে সিনেমাতেও অভিনয় করছেন।

আরও পড়ুনঃ পটলকুমার কুমার থেকে ছোট্ট রাখী ছোট নেই আর! রইল এই ৭ শিশুশিল্পীর বর্তমানের অদেখা ছবি

মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)

Mimi Chakraborty

চিত্রশিল্পী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নির্মিত প্রোডাকশন হাউসের প্রযোজনায় ষ্টার জলসায় ‘গানের ওপারে’ বলে একটি ধাবাহিক হত ২০১০ সালে। বর্তমানের জনপ্রিয় টলি অভিনেত্রী মিমি চক্রবর্তী ‘পুপে’ নামের একটি চরিত্রে অভিনয় করেছিলেন সেখান থেকেই এই অভিনেত্রী যাত্রা শুরু হয়। এখন তিনি টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। ‘গানের ওপারে’ ধারাবাহিকে মিমিকে অনেক রবীন্দ্রসংগীত গাইতেও শোনা গিয়েছিলো।

× close ad