মোটা বেতনের চাকরি ছেড়ে অভিনয়ে, রইল টলিপাড়ার এমন ৫ তারকা

Television Stars : যার যেটাতে মজে মন সে সেটাই করতে ভালোবাসে। এই নিয়মেই চলা উচিত প্রত্যেকটি মানুষের, তবেই বোধহয় সে স্বাধীন। আর যাদের প্যাশনকে ত্যাগ

Saranna

this 5 telivision actor choose acting career leave jobs

Television Stars : যার যেটাতে মজে মন সে সেটাই করতে ভালোবাসে। এই নিয়মেই চলা উচিত প্রত্যেকটি মানুষের, তবেই বোধহয় সে স্বাধীন। আর যাদের প্যাশনকে ত্যাগ করে এগিয়ে চলতে হয় জীবনে তারা স্বাধীন দেশে থেকেও পরাধীন। আজ বাংলা ধারাবাহিকের (Bengali Serial) এমন কিছু অভিনেতা অভিনেত্রীর (Actor) কথা বলব, যারা সত্যিই স্বাধীন। নিজের প্যাশন অভিনয়, কিন্তু পরিস্থিতির তাগিদে পেয়েছিল চাকরি। তবে পরাধীনতাকে ভেঙে, পরিস্থিতিকে ত্যাগ করে। নিজের প্যাশনকে নিয়ে এগিয়ে গেছেন যারা রইল তাদের পরিচয়। 

 

View this post on Instagram

 

A post shared by Biswajit Ghosh (@thebiswajit_ghosh)

বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh) : জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘খেলনা বাড়ি’ তে ইন্দ্রজিৎ লাহিড়ীর চরিত্রে অভিনয় করছেন। এই অভিনেতা অভিনয়ে আসার আগে টিসিএস-এ চাকরি করতেন। কিন্তু সেই চাকরি ছেড়ে আসেন অভিনয়ে। জি বাংলার ‘রাজযোটক’ দিয়ে শুরু হয় অভিনয় যাত্রা। এরপর অভিনয় করেছেন ‘কে আপন কে পর’ ধারাবাহিকে যা বেশ হিট হয়েছিল। 

 

View this post on Instagram

 

A post shared by Sourav Chatterjee (@sourav.success)

সৌরভ চট্টোপাধ্যায় (Sourav Chatterjee) : নায়ক না হয়েও পার্শ্ব চরিত্রে মন জিতে নিয়েছেন দর্শকদের। সৌরভকে দেখা গিয়েছে মিঠাই ধারাবাহিকে। হল্লা পার্টির প্রধান উদ্যোক্তা বলা যেতেই পারে। বেশ মজার মজার চরিত্রেই তাঁকে দেখা যায়। এই অভিনেতা সরকারি চাকরি ছেড়ে চলে এসেছেন অভিনয়ে।

অর্ক চক্রবর্তী (Arka Chakraborty) : জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ তে স্বয়ম্ভুর সৎ ভাই উৎসবের চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি হলেন অর্ক চক্রবর্তী। এই ধারাবাহিকে খল চরিত্রে তাঁকে দেখা যাচ্ছে। এই অভিনেতা অভিনয়ের টানে, বড় কোম্পানির চাকরি ছেড়ে ছুটে এসেছেন অভিনয়ে। 

 

View this post on Instagram

 

A post shared by Abhishek Bose (@abhishek24bose)

অভিষেক বসু (Abhishek Bose) : বর্তমানে ফুলকি ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে অভিষেক বসুকে। এই অভিনেতাও গ্রাফিক ডিজ়াইনিং-এ চাকরি করতেন। কিন্তু অভিনয়টাও ভালো লাগত। চাকরি আর অভিনয় দুটো একসাথে চালিয়ে যাওয়া সম্ভব নয়, তাই চাকরি ছেড়ে সোজা পা রাখেন অভিনয় জগতে। 

সায়ন্তন সরকার (Sayantan Sarkar) : জি বাংলার খেলনা বাড়ি ধারাবাহিকের খল চরিত্র রণজিৎ লাহিড়ীর চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তিনি হলেন সায়ন্তন সরকার। এই অভিনেতা বিমান সংস্থার মোটা মাইনের চাকরি ছেড়ে অভিনয়ে ফেরেন। শুধু ছোটো পর্দা নয়, অভিনয় করেছেন বড় পর্দাতেও। অভিনয় করেছেন, ‘টোটাল দাদাগিরি’ সিনেমায়।

Related Post