ছোট বেলাতেই বইতে পড়ানো হয়েছিল, সূর্য আর চন্দ্রের মিলনের সময়কে অমাবস্যা বলা হয়। যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন তাঁরা জানেন, এই অমাবস্যার কি গুরুত্ব আছে। আজ ১৭ই জুলাই সোমবতী অমাবস্যা (Somwati Amavasya)। শুধু তাই নয়, এখন শ্রাবণ মাসও চলছে। তাই আজকের এই সোমবতী অমাবস্যা খুবই বিশেষ, যে কারণে এবছর এক সাথে তিন শুভযোগ তৈরী হয়েছে। যার ফলে বেশ কিছু রাশির জাতকের ভাগ্যোন্নতি হবেই হবে।
সূর্যদেব ১৬ই জুলাই মিঠুন থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করেছেন। অন্যদিকে ১৭ই অগাস্ট দুপুর ১টা বেজে ৩১ মিনিটে সূর্যদেব সিংহ রাশিতে প্রবেশ করবেন। সূর্যের এই রাশি পরিবর্তনকে সূর্য সংক্রান্তি বলা হয়, যেটা জোতিষ শাস্ত্রে খুবই শুভ। এই দিন আপনি যদি গঙ্গা স্নান করতে পারেন বা স্নানের সময় গঙ্গা জল মিশিয়ে স্নান করেন তাহলে সেটা খুবই শুভ। চলুন জেনে নেওয়া যাক কয়েকটি রাশির ওপর এই সোমবতী অমাবস্যার প্রভাব।
মেষ রাশি (Aries): জোতিষ মতে মেষ রাশি মঙ্গলের অধীন। আর সূর্য কর্কট রাশিতে প্রবেশ করলেই মেষ রাশির জাতকদের জীবনে বড় পরিবর্তন আসন্ন। এই সময় আপনি কোনো শুভ সংবাদ পেতে পারেন। সরকারি হোক বা বেসরকারি চাকরিস্থলে পদোন্নতি বা ছাত্রদের ক্ষেত্রে পড়াশোনায় ভালো ফলাফল দেখা যাবে।
কর্কট রাশি (Cancer): কর্কট রাশির দ্বিতীয় কক্ষের অধিপতি সূর্য। তাই কর্কট রাশিতে সূর্য আসার ফলে অতীতের থেকে বর্তমান পরিস্থিতি ভালো হয়ে যাবে। আপনি যদি কোনো স্বাস্থ্য সম্পর্কিত জটিলতার সাথে ভোগেন তাহলে তার সুরাহা হয়ে যেতে পারে। দাম্পত্যজীবনে সমস্যা থাকলেও তারও সমাধান হয়ে যেতে পারে। এছাড়াও আপনি যদি চাকরি পরিবর্তন নিয়ে চিন্তাভাবনা করে থাকেন তাহলে সেদিক থেকেও এই সময়টা শুভ।
তুলা রাশি (Libra): জোতিষ শাস্ত্র মতে তুলে রাশির একাদশ স্থানের অধিপতি সূর্য। তাই সূর্য সংক্রান্তির প্রভাব এই রাশির ওপরেও পড়বে। যাদের আত্মবিশ্বাসের অভাব তাদের মধ্যে তা বৃদ্ধি পাবে। ঝগড়া বিবাদ মিটিয়ে পারিবারিক শান্তি ও সুখ সমৃদ্ধি ফিরে আসবে।
কন্যা রাশি (Virgo): কন্যা রাশির জাতকদের মধ্যে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য এই সময়টা খুবই শুভ। ব্যবসায় উন্নতি, নতুন লোকের সাথে পরিচিতি হবে। যা ভবিষ্যতে কাজে লাগবে। এছাড়াও বেসরকারি কাজের সাথে যুক্তদের পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকছে।