শেষ হল শিমুল-পরাগ জুটির পথচলা, আর দেখা যাবেনা দ্রোণকে! ফাঁস গল্পের নতুন মোড়

Kar Kache Koi Moner Katha : জি বাংলার (Zee Bangla) অতি জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘কার কাছে কই মনের কথা’। ধারাবাহিকটি টিআরপি তালিকাতেও জায়গা করে

Saranna

kar kache koi moner katha serial parag character no longer seen in serial

Kar Kache Koi Moner Katha : জি বাংলার (Zee Bangla) অতি জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘কার কাছে কই মনের কথা’। ধারাবাহিকটি টিআরপি তালিকাতেও জায়গা করে নিয়েছিল। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছে দ্রোণ মুখোপাধ্যায় (পরাগ) ও মানালি দে (শিমুল)। তবে মুখ্য চরিত্রে আর বেশিদিন থাকবে না দ্রোণ। তাহলে কি ছি ধারাবাহিক ছেড়ে দিলেন ?

ধারাবাহিকের কাহিনী অনুযায়ী, পরাগ আর শিমুলের বিবাহ হলেও সেই বিবাহ সুখের নয়। বরং অশান্তির। কখনোই তারা সুখে জীবনযাপন করতে পারেনি। তাঈ তাদের ডিভোর্স হয়। কিন্তু সম্প্রতি গল্প বয়ে চলেছে অন্য খাতে। ডিভোর্সের পর আবার নতূ করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। একে অপরের প্রতি টান সৃষ্টি হয়েছে।

kar kache koi moner katha serial parag character leave

তাদের আবার নতুন করে বিয়েও হয়েছে। এর মাঝেই শোনা গেল আর দেখা যাবেনা শিমুল-পরাগ জুটি। যারা জি এর নিয়মিত দর্শক, তারা জানেনই সদ্য এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো প্রকাশ পেয়েছে, তাতে দেখা গেছে শিমুলের জীবনে আসতে চলেছে নতুন মানুষ। সে পেশায় পুলিশ অফিসার। সে সবসময় শিমুলের পাশে থাকবে।

আরও পড়ুনঃ ছোটবেলায় পিতৃহারা! মায়ের লড়াইয়ের কাহিনী প্রকাশ্যে আনলেন ‘অষ্টমী’ নায়িকা ঋতব্রতা

এমন কি এও জানা যাচ্ছে, ভবিষ্যতে দেখা যাবে শিমুলের বিপরীতে। এই নতুন চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বসু (Rahul Dev Bose)কে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর চরিত্রের নাম অর্ণব সেনগুপ্ত। তাঁকে শিমুলের বিপরীতে কাস্ট করা হয়েছে। তাহলে কি আর দেখা মিলবে না শিমুল পরাগ কে। ধারাবাহিক কি ছেড়ে দিলেন দ্রোণ। এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিনেতা দ্রোণ।

দেখা যাক আগামী দিনে কি হয়। উল্লেখ্য, এদিকে আগামী ৮ ই এপ্রিল থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক অষ্টমী। এই ধারাবাহিকের জন্য কার কাছে কই মনের কথার স্লট বদল হয়। ‘অষ্টমী’ ‘কার কাছে কই মনের কথা’র স্লটে জায়গা করে নেয়। আর তাই এই ধারাবাহিক জায়গা করে নিয়েছে ৯:৩০ এর স্লটে। স্লট বদল হওয়ায় চিন্তিত। ধারাবাহিক না শেষ হয়ে যায়, সময়ের আগেই।

× close ad