স্মৃতি ফিরতেই ছক্কা মারল পর্ণা! বাংলার সেরা হল কে? প্রকাশ্যে এসপ্তাহের তোলপাড় করা TRP তালিকা

Bengali Serial Targer Rating Point List: দর্শকদের অপেক্ষার ইতি, প্রকাশ্যে এসেছে এসপ্তাহের টাটকা টিআরপি তালিকা (TRP List)। যেখানে দেখা যাচ্ছে দুর্দান্ত পারফর্ম করেছে সৃজন-পর্ণার কাহিনী

Nandini

1st august trp list of bengali serial neem phooler madhu bengal topper see top 10

Bengali Serial Targer Rating Point List: দর্শকদের অপেক্ষার ইতি, প্রকাশ্যে এসেছে এসপ্তাহের টাটকা টিআরপি তালিকা (TRP List)। যেখানে দেখা যাচ্ছে দুর্দান্ত পারফর্ম করেছে সৃজন-পর্ণার কাহিনী নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। অর্থাৎ এবারের বেঙ্গল টপার পর্ণা (Parna)। তাহলে বাকিরা কে কোথায়? কার ভাগ্যে জুটল কত পয়েন্ট? চলুন দেখে নেওয়া যাক এসপ্তাহের সেরা দশ বাংলা সিরিয়ালের তালিকা।

আসলে বিগত কয়েকমাসে টিআরপি নাম্বার কমলেই বন্ধ হয়েছে একাধিক মেগা। বদলে বেশ কিছু নতুন কাহিনীও শুরু হয়েছে। আর স্বাভাবিকভাবেই নতুন গল্পের জেরে পুরোনোদের জনপ্রিয়তা ফিকে হচ্ছে। সেই কারণেই জগদ্ধাত্রীর পয়েন্টও কমেছে অনেকটাই। এবারের টার্গেট রেটিং পয়েন্টের তালিকায় ৭.০ পয়েন্ট সহ প্রথমেই জ্বলজ্বল করছে নিম ফুলের মধু এর নাম। এরপরেই আছে ষ্টার জলসার কথা ধারাবাহিক, যা এবারে ৬.৭ পেয়েছেন।

4th july bengali serial top ten trp list

তৃতীয় স্থানে রয়েছে মহারাজ-পূজারিণী জুটি। মুখে নাম বললেও একেঅপরের প্রতি যে ভালোবাসার টান জন্মেছে সেটা দুজনেই বেশ বুঝতে পারছে। এসপ্তাহে উড়ান পেয়েছে ৬.৬ পয়েন্ট। একটুর জন্য ৬.৫ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে ফুলকি ও শুভ বিবাহ দুই ধারাবাহিক। ফুলকিতে স্মৃতি হারিয়ে পাগলের অভিনয় করছে শালিনী। আর সেই সুযোগে চাপ সৃষ্টি করে রোহিতকে বিয়ে করতে চাইছে সে। অন্যদিকে শুভ বিবাহতে চলছে দ্বিরাগমনের পর্ব। চলুন এবার সেরা দশ সিরিয়ালের নাম ও পয়েন্ট দেখে নেওয়া যাক।

আরও পড়ুনঃ অহনার চাল ধরতে মন্দারের সাহায্য নিল শ্যামলী, নিজেকে প্রমান করল মন্দার!

বাংলা সিরিয়ালের সেরা ১০ ধাবাহিকের টার্গেট রেটিং পয়েন্ট লিস্ট (TRP List of Week’s Top 10 Bengali Serial)

*** নিম ফুলের মধু – ৭.০ 
*** কথা – ৬.৭ 
*** উড়ান – ৬.৬
** ফুলকি, শুভ বিবাহ – ৬.৫
** কোন গোপনে মন ভেসেছে – ৬.৮

রোশনাই জগদ্ধাত্রী – ৬.২
গীতা LLB – ৬.১
বঁধুয়া – ৬.০
অনুরাগের ছোঁয়া – ৫.৫
ডায়মন্ড দিদি জিন্দাবাদ – ৪.৯

সেরা দশ সিরিয়াল বাদে নতুন শুরু হওয়া ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ বেশ চর্চায় রয়েছে। এসপ্তাহে ধারাবাহিকটি পেয়েছে ৪..৯। অন্যদিকে জি বাংলার জনপ্রিয় মেগা ‘মিঠিঝোরা’ পেয়েছে ৫.২ পয়েন্ট। আর নন ফিকশন শোয়ের মধ্যে দিদি নং ১ এর সিজেন ৯ পেয়েছে ৫.১ রবিবারের পর্বে। আর সারেগাপামা এর প্রাপ্ত পয়েন্ট ৫.১।

× close ad