পুজো শেষে কাজ শুরুর পালা, কবে মুক্তি বৃষ্টি থেকে? সুখবর দিল হাওয়া অফিস

ওয়েস্ট বেঙ্গল ও কলকাতা আবহাওয়ার আপডেট (West Bengal Weather Update): টানা বৃষ্টি আর দুর্যোগে যখন রাজ্য চাপে পড়েছে, তখন স্বস্তির খবরে কিছুটা দুশ্চিন্তা উধাও করে

Nandini

west bengal weather update and rain forecast

ওয়েস্ট বেঙ্গল ও কলকাতা আবহাওয়ার আপডেট (West Bengal Weather Update): টানা বৃষ্টি আর দুর্যোগে যখন রাজ্য চাপে পড়েছে, তখন স্বস্তির খবরে কিছুটা দুশ্চিন্তা উধাও করে দিল। আলিপুর হাওয়া অফিস জানাল, আপাতত ভারী বর্ষণের আর আশঙ্কা নেই আগামী কয়েক দিন। অর্থাৎ পুজোর মুডে বৃষ্টি একটু থামতে চলেছে।

দক্ষিণবঙ্গে নতুন করে স্বস্তি | West Bengal Weather Update

দীর্ঘ কয়েক দিনের বৃষ্টির পর দক্ষিণবঙ্গের মানুষের মনে চলছিল দুশ্চিন্তা। কিন্তু রবিবার থেকে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। হাওয়া অফিস স্পষ্ট জানাচ্ছে, আগামী চার-পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে মাঝেমাঝে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ একটু কমবে বলেই আশা। তবে বাতাসে আদ্রতা এবং গরমের কিছুটা ঝঞ্ঝাট থাকতে পারে।

আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ইঙ্গিত থাকলেও, আগের মতো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই।

উত্তরবঙ্গে আবহাওয়ার পরিস্থিতি

উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী কয়েকদিন। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে, পুজোর মুখে প্রবল দুর্যোগের ভয় এখনও নেই। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত আবহাওয়া আরও ভালো হতে পারে উত্তরবঙ্গে।

বিভিন্ন জেলায় কোথায় কখনো ঠাণ্ডা, কখনো বৃষ্টি থাকলেও মৌসুমী বর্ষার বিদায় এখনো ঘোষণা হয়নি। তাই ছাতা সঙ্গে রাখাই বুদ্ধিমানের। যদিও আশা করা হচ্ছে শীঘ্রই বর্ষা সম্পূর্ণ রূপে বন্ধ হবে ও শীতের আগমন শুরু হবে।