আমাদের চারপাশে প্রতিনিয়ত কত নতুন কিছু আবিষ্কার হয়। কতশত মানুষ নিজের মাঝে লুকিয়ে রেখেছেন বিশাল সব প্রতিভা। কখনো প্রত্যন্ত গ্রামে কোনো সুযোগ সুবিধা ছাড়া বেড়ে ওঠা শিশুটা দুর্দান্ত নেচে সকলের মন জয় করে আবার কখনো। হাতের আঁকায় বড়ো বড়ো আর্টিস্ট কে মাত দিয়ে দিতে পারে আবার কেউবা গান গেয়ে সকলকে তাকে লাগিয়ে দেয়। কিন্তু হাতের লেখার (Hand Writting) সৌন্দর্য আমরা কমই দেখেছি তাইনা ?
সব প্রতিভা কখনোই সঠিক সুযোগ পায়না। কিন্তু নিজের ভিতরের সুপ্ত প্রতিভাকে দমন করে রাখাও যায়না। তাই এই দিক দিয়ে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় (Social Media) সেই প্রতিটি মানুষের কাছে অবদান স্বরূপ। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সাথে কম বেশি প্রায় সকলে বিশ্বের সকল প্রান্ত থেকে জুড়ে আছেন। বিভক্ত দেশের মাঝে একটা সুক্ষ সোশ্যাল মিডিয়ার জাল সকলকে জুড়ে রেখেছে। সেভাবেই নেপালের ছোট প্রকৃতি মাল্লাও (Prakriti Malla) আজ জুড়ে গেছে সকলের সাথে।
প্রকৃতি মাল্লার হাতের লেখা (Prakriti Malla’s Hand Writting)
আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন প্রায় এরকম অনেক প্রতিভা আমাদের সামনে উঠে আসে। এমনই এক প্রতিভা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। একটি ছোট মেয়ে। নেপালে থাকে। নেপালের সৈনিক আওয়াসিয়া মহাবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সে। তার নাম প্রকৃতি মাল্লা। সম্প্রতি ওই ছোট প্রকৃতির হাতের লেখা তাকে গোটা দুনিয়ার কাছে ভাইরাল করে তুলেছে।
বিশ্বের সবচেয়ে সুন্দর হাতের লেখা প্রকৃতির। যেন হাতে নয় কম্পিউটারের সুন্দর কোনো ফ্রন্ট ব্যবহার করে লেখে প্রকৃতি। নেপালের এক প্রবাসী প্রকৃতির সেই অপূর্ব হাতের লেখার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন.আর তারপরেই ঝড়ের গতিতে সেই ছবি ভাইরাল হয়ে পরে নেটদুনিয়ায়। প্রাকিতৃর হাতের লেখা দেখে তাকে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
ছোটবেলায় হাতের লেখার জন্য আমরা কতই না বকা খেয়েছি তাই না ? স্কুলে, টিউশনে, বাবা-মায়ের কাছে, অনেকের লেখা বড়ো হওয়ার সাথে সাথে শুধরে যায় আবার কারুর আরও জঘন্য লেখা হয়ে যায়। হাতের লেখার জন্য আমরা অনেকে পরীক্ষায় নাম্বারও কম পেয়েছি তাইনা ? কিন্তু এই সব কিছু সরিয়ে যদি ছোট প্রকৃতির হাতের লেখা দেখেন তাহলে আপনিও চরম অবাক হতে বাধ্য।