বাংলা টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ অভিনেত্রী মল্লিকা ব্যানার্জী (Mallika Banerjee)। তাঁকে অনেকেই চেনেন। তাঁকে টিভির পর্দায় রোজ দেখি। কিন্তু তাঁকে দেখে মনে হয়, তিনি টিভির পর্দায় নতুন। কিন্তু তিনি নতুন নয়, ৮-৯ বছর হয়ে গেল এই ইন্ডাস্ট্রি জীবনে। কার কথা বলছি বুঝতে পারলেন? স্টার জলসায় সম্প্রচারিত হওয়া নতুন ধারাবাহিক ‘সাহেবের চিঠি’ তে সাহেবের মায়ের ভূমিকায় যিনি অভিনয় করছেন তার কথা বলছি।
‘সাহেবের চিঠি’ ধারাবাহিকের আগে তাঁকে দেখা গেছে ‘জীবন সাথী’ ধারাবাহিকে এবং ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে। যমুনা ঢাকি ধারাবাহিকে অভিনেত্রী মল্লিকা ব্যানার্জী (Mallika Banerjee) ছিলেন সংগীতের কাকিমা। এই কাকিমা ছিলেন কখনো পজিটিভ আবার কখনো নেগেটিভ। জীবন সাথী তেও সে নেগেটিভ রোলেই অভিনয় করেছেন। তবে সাহেবের চিঠিতে একজন পজিটিভ মমতাময়ী মায়ের চরিত্রে অভিনয় করছেন।
তবে যে তিনি শুধু ছোটপর্দায় অভিনয় করছেন তা নয়। তিনি বড় পর্দাতেও অভিনয় করেছেন। ওয়েব সিরিজেও কাজ করেছেন। ‘বন্য প্রেমের গল্প’ ওয়েব সিরিজে তিনি কাজ করেছেন। এছাড়াও ‘আবার বছর কুড়ি পরে’ ছবিতেও তিনি অভিনয় করেছেন। অভিনেত্রী অভিনয়ের দক্ষতা অসাধারণ।
জানেন কী তাঁর এই অভিনয় জগতে আসা কীভাবে? তিনি একজন ক্লাসিক্যাল ডান্সার। তাঁর নাচের স্কুল আাছে। সেখানে বাচ্চাদের নাচ শেখান। তিনি কখনোই অভিনয় জগতে আসতে চাননি। ক্যামেরা পিছনে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্যচক্রে এসেই পড়েন অভিনয় জগতে।
আরও পড়ুনঃ অভিনয়ে তিক্ত অভিজ্ঞতা! ‘কমলিকা’ থেকে ‘ইন্দ্রানী’, যাত্রা ভাগ করে নিলেন অভিনেত্রী অঙ্কিতা
তাঁকে প্রথমে ১০-১২ দিনের একটা কাজের জন্য অডিশন দিতে বলা হয়। আর সেখান থেকেই পেয়ে যান কাজের সুযোগ। তাঁর প্রথম কাজ ইটিভি বাংলার ‘সাধক বামাক্ষ্যাপা’ তে মা মনসার চরিত্রে। তারপরেই একে একে যমুনা ঢাকি, জীবন সাথী, সাহেবের চিঠি।
View this post on Instagram
সাহেবের চিঠিতে কাজ করতে পেরে তিনি খুব খুশি। এই ধারাবাহিকের জন্য তাকে যারা সুযোগ দিয়েছেন, তাদের কাছে অভিনেত্রী খুবই ঋণী। কারণ এতদিন কাকিমার চরিত্রে অভিনয় করেছেন সেটা নেগেটিভ পজিটিভ মিশিয়ে। আর এবার তিনি একেবারেই নায়কের মায়ের ভূমিকায় একটা পজিটিভ চরিত্রে অভিনয় করছেন তার জন্য তিনি খুবই খুশি।