গসিপবিনোদনসিরিয়াল

বিয়ের মরসুমে সাত পাক ঘুরলেন ‘গাঁটছড়া’ অভিনেত্রী! রইল বিয়ের ছবি

চারিদিকে এখন বিয়ের মরসুম, রিল থেকে রিয়েল লাইফ সব জায়গাতেই বিয়ে-বিয়ে-বিয়ে। আপনার আমার সবার পাড়াতেই দেখা যাচ্ছে, বিয়ে হতে। তাই বলে কি সেলেব পাড়া বাদ থাকবে নাকি? সেই পাড়াতেও লেগে গেছে বিয়ে। ২০২৩ পড়তেই সেলেব পাড়ায় লেগেছে বিয়ে। আর সেখানেই এবার বিয়ের মন্ডপে কনের বেশে বসলেন গাঁটছড়ার (Gaatchora) এই জনপ্রিয় অভিনেত্রী।

মনে আছে রাহুলের মেয়ে রিমঝিমের মা রিমা-কে। কিছুদিন আগে তাঁর মৃত্যুর দৃশ্য দেখানো হয়েছে ধারাবাহিকে। এই রিমার চরিত্রে যিনি অভিনয় করেছেন, তিনি হলেন জনপ্রিয় অভিনেত্রী সম্পূর্ণা পাত্র (Sampurna Patra)। এই অভিনেত্রী বিয়ে সারলেন তাঁর মনের মানুষের সাথে। তাঁর প্রেমিকের নাম সমরজিৎ সরকার। দীর্ঘদিন ধরে তাঁরা প্রেমে আবদ্ধ ছিলেন। আর সেই প্রেম এবার পরিণতি পেল বাস্তবে।

sampurna patra

প্রসঙ্গত, কয়েকদিন আগেই দেখা গেল, বেশ ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসেছেন ‘তোমায় আমায় মিলে’ খ্যাত অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। রুশার আগে দেখা গিয়েছিল ‘ইষ্টিকুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এবার এদের দলে নাম লেখালেন গাঁটছড়া খ্যাত অভিনেত্রী সম্পূর্ণা পাত্র।

তিনি তাঁর প্রেমকে কখনোই গোপনে রাখেননি। প্রেম নিয়ে সবসময় সে খুল্লমখুল্লা। দুজনে বিয়ের আগে সুন্দর সুন্দর ফটোশ্যুট করেছেন। দুজনেই নানান রকম পোশাকে ফটোশ্যুট করেছেন। প্রি ওয়েডিং শ্যুট করেছেন। বেশ চুটিয়ে প্রেম করেছেন দুজনে। আর সেই প্রেমকে বিয়েতে স্বীকৃতি দিলেন দুজনে। এদিন বিয়েতে সেজেছিলেন, লাল টুকটুকে বেনারসি শাড়িতে। সঙ্গে ছিল গা ভর্তি সোনার গয়না।

sampurna patra married

শুধু কনে নয়, বরের সাজেও রয়েছে লাল পোশাক। সম্পূর্ণার সাথে পোশাকের মিল করে পোশাক পড়েছেন সমরজিৎ। এই নতুন দম্পতিকে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন। এই দম্পতির মাঝে উপস্থিত ছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। এই অভিনেত্রী বেশ জনপ্রিয় একজন মানুষ। শুধু গাঁটছড়া তে নয়, এর আগে তাঁকে দেখা গিয়েছিল, ‘খেলনা বাড়ি’ এবং ‘কাঞ্চি’ ধারাবাহিকে।

1Minutenewz Google News Subscribe
Back to top button