Airtel গ্রাহকদের জন্য দুঃসংবাদ! কমে গেল এই সব প্ল্যানের সুবিধা

আপনি কি Airtel এর সিমকার্ড ব্যবহার করেন? তাহলে ২০২৫ এর বিদায় বেলায় আপনার জন্য খারাপ খবর রয়েছে। এমনিতেই নিয়মিত রিচার্জের দাম বাড়িয়েই চলেছে টেলিকম কোম্পানিগুলি।

Admin

Airtel 5G Data Booster Packages Changed

আপনি কি Airtel এর সিমকার্ড ব্যবহার করেন? তাহলে ২০২৫ এর বিদায় বেলায় আপনার জন্য খারাপ খবর রয়েছে। এমনিতেই নিয়মিত রিচার্জের দাম বাড়িয়েই চলেছে টেলিকম কোম্পানিগুলি। এবার দাম না বাড়ালেও সুবিধা অনেকটা কমিয়ে দিল এয়ারটেল। যার ফলে খরচ বাড়বে বলা যেতেই পারে।

গ্রাহকদের উদ্দেশ্যে দুঃসংবাদ দিল Airtel

ভাবছেন কোন প্লানের বেনিফিট কমে গেল আর কোনটা রিচার্জ করতে হবে? যেমনটা জানা যাচ্ছে, Airtel গত জুলাই মাসে মোট তিনটি আনলিমিটেড 5G বুস্টার প্ল্যান চালু করেছিল যার ফলে গ্রাহকেরা চলতি প্ল্যান আপগ্রেড করে আনলিমিটেড 5G উপভোগ করতে পারতেন। কিন্তু এবার আর সেটা হবে না। এবার থেকে দিনে 2GB ডেটার প্ল্যান থাকলে তবেই আনলিমিটেড 5G ব্যবহার করা যাবে।

কোন প্ল্যানে কি সুবিধা কমল?

নতুন লিস্ট অনুযায়ী, ৫১ টাকার প্লেন ১ জিবি ডেটা মিলবে যেটা আগে ৩ জিবি ছিল। এরপর ১০১ টাকার প্ল্যানে ২ জিবি ডেটা মিলবে, যেটা আগে ৬ জিবি ছিল। এছাড়াও ১৫১ টাকার প্ল্যানে আগে ৯ জিবি ডেটা পাওয়া গেলেও এবার থেকে মিলবে মাত্র ৩ জিবি।