আমরা সকলেই ভ্রমণপিপাসু। সারা মাস কাজ কর্মের পর একটু চায়, বিরতি নিতে। আর সেই বিরতি নেওয়ার জন্য আমরা সকলেই একটু আনন্দ করতে ভালোবাসি। দরকার একটু স্বাধীন জীবন, আর তাই তো আমরা সকলেই খুঁজি কাছাকাছি কোথায় একটা জায়গা পাওয়া যায়, যেখানে একদিনের মধ্যে ঘুরে নিমেষেই আবার বাড়ি ফিরতে পারব। আজ নিয়ে এলাম সেই ঠিকানা।
ধারাগিরি ফলস (Dharagiri Falls) : ঘাটশিলা থেকে ৯ মিটার দুরে অবস্থিত এই ধারাগিরি পর্বত। এটি ধারগিরি পাহাড় থেকে ২১ ফুট নিচে নেমে আসে ঝর্ণা নদী। এর কাছেই রয়েছে একটি কালী মন্দির। এটি একটি পাহাড়ী বনাঞ্চল । যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা যেতে পারেন। একদিনের জন্য ঘুরে আসতে পারেন।
কীভাবে যাবেন : হাওড়া থেকে ট্রেনে করে পৌঁছে যান, ঘাটশিলা। স্টেশন থেকে বহু অটো যায়, সেই অটো করে এই ধারাগিরি ফলসে পৌঁছে যাবেন।
রাতমোহনা জলপ্রপাত (Ratmohona Falls) : এটিও অবস্থিত ঘাটশিলায়। “রাতমোহনা” একটি নদী। এই নদীর এই রূপ নামকরণের একটা ব্যাখা আছে, এই সরু নদীর জল এসে সূবর্ণরেখা নদীতে ঝড়নার মতো জল এসে আঁছড়ে পড়ে চলেছে। তাই এরূপ নামকরণ। এই জলপ্রপাতের ঝরনার জলে আপনি স্নান করে তৃপ্তি অনুভব করতে পারবেন। এই জায়গাটি কথাসাহিত্যিক বিভূতিভূষন বন্দোপাধ্যায়ের খুব প্রিয় জায়গা ছিল। আর এই জায়গার নামের ছাপ তাঁর সাহিত্যে প্রায়ই ধরা পড়েছে।
কীভাবে যাবেন : ধারাগিরি ফলসে যেভাবে পৌঁছেছেন ঠিক একই পথে সেভাবেই পৌঁছে যাবেন রাতমোহনা জলপ্রপাতে।
সুবর্ণরেখা নদী (Subarnarekha River) : এই ঘাটশিলা তেই রয়েছে এই সুন্দর সুবর্ণরেখা নদী। এই নদীর নামে সোনা লুকিয়ে আছে, এই নদীর জল শুকিয়ে গেলে নাকি সোনা পাওয়া যেত। এই নদীর পাশে লাল রাস্তা, একটা সুন্দর গ্রামের আমেজ পাওয়া যাবে। এই নদীর ধারে বসেই কেটে যাবে সুন্দর দিন। তাই একদিনের ছুটি কাটাতে এখানে পৌঁছে যেতে পারেন।
ফুলডুংরী টিলা (Phuldungri Hill) : ঘাটশিলা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে এই টিলা অবস্থিত। এখানে একটি সর্পিলাকার রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে যে কেউ পাহাড়ের চূড়ায় যেতে পারে। এই পাহাড়ের চূড়ায় উঠে সুন্দর ঘাটশিলা শহরের সৌন্দর্য দেখতে পারবেন।
গালুডিহি ব্যারেজ (Galudih Barrage/Dam) : ঘাটশিলাতেই রয়েছে, এই ব্যারেজ। সূর্যাস্তের সময় এই ব্যারেজ দেখতে খুব সুন্দর লাগে। ঘাটশিলায় গিয়ে এই ব্যারেজ দেখতে খুব সুন্দর লাগবে।
তাহলে একদিনের ছুটি কাটাতে চলে যান ঘাটশিলায়, গিয়ে পরিদর্শন করে আসুন ঘাটশিলার এই সব জায়গা গুলি। ঘাটশিলায় পৌঁছে গেলেই পৌঁছে যেতে পারবেন এই সুন্দর স্থান গুলিতেও।