হাসি-আনন্দ-অভিমানকে সঙ্গী করে দীর্ঘপথ পার, ৫০০ পর্বের সেলিব্রেশনে ‘অনুরাগের ছোঁয়া’র গোটা টিম

Anurager Chowa : আজকাল ধারাবাহিক গুলো যেন টেম্পোরারি হয়ে গেছে , কয়েকদিন যেতে না যেতেই ধারাবাহিকের অবসান হয়। আর এই সময়েই অনেক পুরানো ধারাবাহিক টিকে

Saranna

anurager chowa serial team celebrate their 500 episode

Anurager Chowa : আজকাল ধারাবাহিক গুলো যেন টেম্পোরারি হয়ে গেছে , কয়েকদিন যেতে না যেতেই ধারাবাহিকের অবসান হয়। আর এই সময়েই অনেক পুরানো ধারাবাহিক টিকে আছে। পার করছে ৫০০ পর্ব। সেইসব ধারাবাহিক গুলোর মধ্যে একটি ধারাবাহিক হল স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। এই ধারাবাহিকটি শুরু হয়েছিল ২৭ শে জানুয়ারি ২০২২ এ।

বর্তমানে ২০২৩ প্রায় দু বছরের কাছাকাছি বয়স হচ্ছে এই ধারাবাহিকের। কিন্তু তা সত্ত্বেও টিকে আছে। এর কারণ টিআরপি। টানা ১ বছরেরও বেশি সময় ধরে প্রথম স্থানে নিজেদেরকে ধরে রাখতে সক্ষম হয়েছে সূর্য-দীপার অনুরাগের ছোঁয়া। তবে এই সপ্তাহের টিআরপি তালিকা লক্ষ্য করলে একটু মুষড়ে পড়া যাবে। কারণ এক থেকে সোজা পঞ্চম স্থানে চলে এসেছে ধারাবাহিক।

anurager chowa serial new twist surja marry mishka

কিন্তু তাতে কি, এই টেম্পোরারির যুগে ৫০০ পর্ব পার হওয়া মুখের কথা নয়। আর সেই দুঃসাধ্য কাজটাই করেছে অনুরাগের ছোঁয়া। সেই আনন্দে বৃহস্পতিবার গোটা সেট কেক কেটে উদযাপন করল। লাবণ্য সেনগুপ্ত , দীপা, মিশকা সকলেই উপস্থিত ছিলেন এই আনন্দের উদযাপনে। এছাড়াও ছিলেন চ্যানেল কর্তৃপক্ষ এবং অনুরাগীরা।

বৃহস্পতিবার অনেকেই নিরামিষ খান, তাই ওইদিন খাওয়া দাওয়া হয়নি। খাওয়া দাওয়া টা ডিউ রয়েছে। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু টিআরপির অবস্থা দেখে কারোরই মন ভালো নেই। এ প্রসঙ্গে স্বস্তিকা জানান , ‘ সবসময় যে টিআরপি টপার হব, এমনটা তো হয় না। কিন্তু পঞ্চম স্থান, এটা মানতে একটু তো কষ্ট হচ্ছেই। আর তাছাড়া এ সপ্তাহে এমনিতেই ছিল বিশ্বকাপ আর দুর্গাপুজোর ছায়া।

যে সময় অনুরাগের ছোঁয়া হয়, সে সময় সবাই পুজোর মন্ডপে রয়েছেন বা খেলা দেখছেন’। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, ‘সবসময় টানা লিড করা কারোর পক্ষে সম্ভব নয়। টানা ৫০০ পর্ব দেখে দর্শকদের স্বাদ বদলের প্রয়োজন পড়েছে। প্রথম স্থানে যেতে অনেক পরিশ্রম করতে হয়, সেটাই আজ প্রমাণ করে দিল। আমাদের আবার আরও পরিশ্রম করতে হবে’।

Related Post